ত্রিযামার মৃদু আলোয় তুমি এলে
নতুন কোনো পথে যাবে নিয়ে।
শহর ছাড়িয়ে যে পথ চলে গেছে
চিত্রলেখা তারার পাশ দিয়ে।


আলোকবর্ষ দূরে ঝুরি নামা বট
জানে এ মাস ভাদর।
সেঁজুতি ঝিলের নীলচে সবুজ জলে
ঝরে পড়ে বৃষ্টির আদর।  


যতদূর চোখ যায়, ঋতুমতী মেঘ
জমে আছে আকাশের বুকে।
ঝিলের ধারে ছোট্ট একটা ঘর -
এইটুকু তো চাওয়া, সমাসক্ত সুখে।


ঘর বেঁধেছি চারটে খুঁটি, আর -
অনেকটা নীল ইচ্ছে-দেওয়াল তুলে।
তোমার কোলে শুয়ে আছি  
ছিন্নমূল বৃষ্টি পড়ে তোমার খোলা চুলে।


অমোঘ বিদ্যুৎ আর তোমার ভিজে ঠোঁটে
কিসের যেন ছিল সংকেত।
ওষ্ঠে ছিল মহাকালের প্রথম কম্পন
শরীর তোমার বিন্নি ধানের ক্ষেত।


_________________________________
At the address of clouds


In the soft light of night, you arrived,
Leading to a new path, unexplored.
Beyond the city, where the path has taken,
Guided by the constellation of Orion.


The banyan tree, lightyears away...
Knows that the month is August.
Embroidered in the blue of the pond's water,
It showers with the adoration of rain.


As far as the eyes can see, the Monsoon clouds
Are stored in the sky's chest.
By the stream of the pond, a small hut -
This much is desired, immersed in contentment.


I have built a four-cornered hut, and
Raised somewhat blue desire-walls.
Lying in your arms,
Displaced rain falls on your open hair.


Infallible lightning and your wet lips
Seemed like a divine signal.
On the lips, there was the first tremor of time,
Your body, a wavy field of paddy.