তুই কি দশ পয়সা দেখেছিস বুবুন ?
এটা ঠিক যে, এখন আর দশ পয়সায় কিছুই মেলেনা।
দুধ সাদা আইসক্রিম, চাঁদিয়াল ঘুড়ি বা কাঁচের গুলী
কোনোটাই আর দশ পয়সার সীমায় থেমে থাকেনি
মুদ্রাস্ফীতি হয়েছে নাকি, তাই কম সংখ্যায় আশ মেটেনা।
কিন্তু পুরোনো ভাঙা টিনের বাক্সে কয়েকটা দশ পয়সা
মনে পড়িয়ে দিলো একদিন মুদ্রাস্থিতি ছিল, স্থিতি ছিল জীবনেও।


তুই কি রথের মেলায় গেছিস বুবুন ?
এটা ঠিক যে, এখন আর মেলায় সেই মাটির গন্ধ মেলেনা।
ভাজা পাঁপড় , তালপাতার বাঁশি বা ডুগডুগি
কোনোটাই আর মেলার অপেক্ষায় বসে থাকেনি
আধুনিক হয়েছে নাকি , তাই সস্তা জিনিসে মন টেকেনা।
কিন্তু মায়ের কাঠের সিন্দুকে রাখা একটা ভাঙা বাঁশি
মনে পড়িয়ে দিলো একদিন জীবনটা পিকনিক ছিল, অকারণেও।