সেদিন যখন আকাশ কালো, এক সমুদ্র দুঃখ হলো
উপেক্ষিত।  অবহেলার বার্তা এলো ।
ঠিক তখনই লিখে দিলাম দুঃখমোচী কবিতা আমার
মেঘের ওপর।
মেঘের ওপর মেঘ জমেছে, কষ্ট জমাট।  
বৃষ্টি এলো, পড়লো ঝরে তোমার গায়ে সেই কবিতা ।


ভিজে গেলে ?


সেদিন যখন রাত্রি হলো, শরীর তোমার শরীর ছুঁলো
উল্লসিত। সৃষ্টি গভীর আবেগ এলো ।
ঠিক তখনই লিখে দিলাম পর্ণমোচী কবিতা আমার
পাতার ওপর।
গাছের পাতায় ঢেউ জেগেছে, মুক্ত কপাট ।
ঝরা পাতা, পড়লো গিয়ে তোমার পায়ে সেই কবিতা ।


কুড়িয়ে নিলে ?