আরও একটু ভালো করে দেখবো তোমাকে।
নিজেকেও আর একটু ভালো করে দেখা হবে।

অবাক হয়ে দেখি তোমার যন্ত্রনা, তোমার সম্পদ।
নামের পাশে দাঁড়াই। শুধুই বিশেষ্য নয়, সমাপিকা ক্রিয়া পদ।


পেরিয়ে এসেছি শূন্য থেকে শূন্যতা, একা থেকে একাকীত্ব,
বিচ্ছেদ থেকে সম্পর্কহীনতা, অসুখ থেকে স্বেচ্ছা নির্বাসন।


মহাশূন্যে শূন্য থেকে জন্ম নেয় নবতম পদার্থের কণা।
একরাশ আশা নিয়ে বয়ে চলে পরিযায়ী মন।
ঈশ্বর তুমি শোনো। আমার কবিতা যেন হয় একাগ্র প্রার্থনা।