এই তো সবে তোমার পঞ্চাশে পা
বাগানে ফুল ফুটলেই খবর আসে, স্বর্ণচাঁপা।


শৈশবে যখন ছিল পুতুল খেলা
তখনই শব্দ নিয়ে পাখনা মেলা।


বেদনার সকাল, দুপুর, বিকেলবেলা
শব্দই বৃষ্টি ঝরায়, ভাসায় ভেলা ।


শব্দের জন্ম হলে শঙ্খ বাজে
ছন্দের মিলন হলে, বাসর সাজে ।


শব্দের পাগলামিতে তা থৈ নাচন
না পাওয়া শব্দ তোমার মরণ বাঁচন ।


যুবতী , শব্দ তোমার কানের দুলে
হাসে গো শব্দ তোমার খোঁপার ফুলে ।


কত রাত কাটলো তোমার শব্দ খুঁজে
ভাষাহীন প্রেমের ফ্রেমের চতুর্ভুজে ।


আদরে শব্দ ভাসায় চোখের জলে
তুমি আর শব্দ আমার জীবন ছিলে ।


তুমি আর শব্দ আমার জীবন ছিলে ।