শরীরে জ্যোৎস্না মেখে তুমি এসেছিলে।
সারারাত জেগে আমি তোমাকেই দেখি।
চাঁদ ছিল আলকুশি পাতার আড়ালে।
বাতাসের দোলা ছিল দোয়েলের ঘরে।
কথা ছিল, সব কথা বলা হয়ে গেলে -
দুজনেই  মিশে যাবো কবিতার ভোরে।


কবিতার ভোরে দেখা হলো তোমার আমার।
কথাদের আল্পনা উড়ে এলো, প্রজাপতি।
দোয়েলের গান শুনে বাতাস বাউল ।
দিন শেষ হয় শুধু গল্পের মেঘে মেঘে।


বাসন্তী ধানের ক্ষেতে শব্দেরা সন্ধ্যা সাজালো।
আলকুশি পাতা জানে চাঁদ আনমনা।
রাত্রির জরায়ুতে প্রাণ পেলো শব্দের বীজ।
জ্যোৎস্নায় তুমি এলে, স্পন্দিত অন্তমিল।
ঘন নীল কল্পনা মেঘ জমে, কবিতা শিশির।