- চড়াই পাখির ঠোঁট থেকে সেই বার্তা রাস্তা ভুলে আমার ফোনে।
- ধন্যবাদ, আসার জন্যে। এগিয়ে দিয়েছি যথাস্থানে।


- দ্বিপ্রাহরিক শুভেচ্ছা। বার্তা চড়াই উড়ে এসে শুভেচ্ছা জানায়।
- এই প্রথম। এমনই এক খুশিতে মন ভরে ওঠে কানায় কানায়।


- একবার গিয়েছিলাম নাটোরে। ঠিকানাবিহীন সন্ধানে, বনলতা সেন।
- হাজার বছর ধরে পথ চলা হলে, তবেই সে মেলে। নো পেইন, নো গেইন।


- না না অত ধৈর্য নেই। সেই থেকে অপেক্ষায় আছি, কবে দেখা পাই।
- সবুরে মেওয়া ফলে মশাই, তাড়া কিসের? ধৈর্যং রহু, ধৈর্যং রহু রাই।