হারিয়ে যাওয়া খেলনার জন্য দুঃখ থেকে শুরু -
তারপর বিলুপ্ত সুখের সন্ধানে আজীবন খোঁজাখুঁজি।
এই দুইয়ের মাঝে তোমার সঙ্গে দেখা  .....
এবং ভালোবাসার সন্ধানে কিছুটা পথ একসাথে।


হয়তো, ভালোবাসা নীলচে সবুজ মাছরাঙা পাখি।
অতলান্ত শব্দ সমুদ্রে মসৃণ ছুরির মতো ডুব
উঠে আসে দু একটি মণি মুক্তো ঠোঁটে বেঁধে।
তাদের গয়না পরিয়ে তুমি পার্বণী ছবির মালা।


হয়তো, ভালোবাসা গোধূলিতে দেবব্রতর রবীন্দ্রসংগীত।
তোমার আকাশে ধ্বনিত মেঘমন্দ্র স্বর।
প্রতিধ্বনিত হয় আত্মার আনাচে কানাচে।
সুরের প্রজাপতি উড়িয়ে তুমি সন্ধ্যার পূরবী।


হয়তো, ভালোবাসা অখণ্ড অবসরের বর্ষা ঋতু।
জানালায় বসে এক কাপ কফির আমেজ
ল্যাম্পপোস্টে স্থির বসে থাকে নির্লিপ্ত পেঁচা।
বৃষ্টির কণা মেখে তুমি বিমূর্ত বৈদূর্যমণি।


কিন্তু ভালোবাসার সীমানায় তুমি কোথাও নেই।
তোমাকে দেখেছি ভালোবাসার বিচ্ছুরিত প্রভায়।
___________________________
Love, until now



Starting with the sadness of a lost toy, to a lifelong search for the lost bliss -
Between these two, our meeting, a little journey in search of love and a subtle kiss.


Perhaps love is like the kingfisher, indigo and green,
Diving into the vast ocean of words, a gentle knife unseen.
Emerging with two pearls, clasped by their beaks so tight,
You weave a garland, embellishing under the soft twilight.


Perhaps love is Devabrata's melody in the twilight,
In your sky, echoes of Tagore songs take flight.
Vibrating within the soul's deep resonance,
You soar on the wings of music, in the evening's ambiance.


Perhaps love is the downpour during uninterrupted leisure,
Sitting by the window, an evening coffee to treasure
On the lamppost, an unconcerned owl sits still,
You become a radiant gemstone in the raindrops' thrill.


But within love's bounds, you are nowhere to be found.
I've seen you in love's exiled radiance.