মনে করো বছর কুড়ি পরে
বয়েস যখন ষাটের কোঠার শেষে।
অধিকাংশ চুল গিয়েছে পড়ে
বলছি কথা বিষম রকম কেসে।


হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ি
লাঠি ছাড়া চলতে লাগে ভয়।
হরেক রকম রোগের সুড়সুড়ি
ওষুধ খেয়েও দেহের চলে ক্ষয়।


তখন তুমি হয়তো অনেক দূরে
অবসরে নিজের ঘরে বসে।
প্রিয় গানের সুরে সকাল জুড়ে  
সন্ধ্যা বেলা, প্রিয় কাব্য রসে।


অনেক রাতে যদি দেখো চেয়ে
চাঁদ এসেছে , আকাশ আলোয় ভরা।
মনে পড়ে বসন্ত গান গেয়ে
সে এক কোকিল দিয়েছিলো ধরা ?