ঠিক কি ভাবে যে সুবাসিত সময়ের ঝিনুক কুড়োবো,
কি ভাবে যে হঠাৎ পাওয়া মুক্তো চিনতে পারবো,
কি করে যে সুখের পায়রাদের গলায় জড়াবো,
বুঝতে পারিনা। ঊর্মিমালা, তোমায় চিনতে পারিনা  ...


অগত্যা সোনালী ধানের মাঠে একা, আমি কাকতাড়ুয়া।
নাম নিয়েছি কাকতাড়ুয়া।  


ঠিক কি ভাবে যে তোমাকে সম্পূর্ণভাবে পাবো,
কি কারণে যে একটু কম পেলেই, চক্ষে হারাবো,
কি করে যে হারিয়ে যাওয়া নাকছাবি পরাবো,  
বুঝতে পারিনা। আত্মলীনা, তোমায় চিনতে পারিনা ...


অগত্যা হলুদ বনের প্রান্তে দাঁড়িয়ে, আমি কাকতাড়ুয়া।
নাম নিয়েছি কাকতাড়ুয়া।