অভিসারিকার বেশে তুমি বাসস্ট্যান্ডে যেওনা
পাড়ার বখাটে ছেলেটি শিশ্ দিলে, ও গান তুমি গেয়োনা।


সূর্য ডোবার পর কবোষ্ণ আলো
যেমন সাদা মেঘের কোমলতা মেখে নেমে আসে।
তেমনি এসো হলুদ রঙা শাড়িতে।
কানে পরো সাদা মোতির দুল  
হাতে থাকুক হলুদ গাঁদার ফুল।
  
যেমন বাদল মেঘের কালো
প্রথম বৃষ্টি ঝরিয়ে, মন ভরিয়ে, ঝরঝরিয়ে হাসে।
তেমনি হেসো কেয়াফুলের সারিতে।
আঁচল মেলো উতল হাওয়ার সাথে
কাজল টিপে ভোমরা যেন মাতে।


অভিসারিকার বেশে তুমি বাসস্ট্যান্ডে যেওনা
কেউ বা যদি দেখে তোমায়, সলাজ চোখে চেওনা।