উচ্ছ্বল জলঢাকা নদীর ওপর .....
             হালকা কাঠের দোদুল্যমান সাঁকো।


পেরিয়ে গেলেই স্বর্গ, খোলা।
ফার পাইনের মহারণ্য।
ঝরা পাতার সঙ্গে দোলা।
অনন্তকাল তোমার জন্য -
রঙ তুলিতে মিশে আছি  ......  


             কানে কানে ঈশ্বর বললেন, আঁকো।


তুমি যখন আপনভোলা
একটু মাতাল, একটু বন্য।
শরীর ক্যানভাসে তোলা -
অনাবৃত আকাশ, অনন্য।
তোমার ছোঁয়া ছুঁয়ে আছি ......            


              কানে কানে ঈশ্বর বললেন, বাঁকো।


জলঢাকা নদীর সাঁকো পেরিয়ে গেলাম দুজনে ।


_______________________________________
One day with the God


Upon the exuberant Jaldhaka River...
A light raft of delicate wood floats.


Crossing over, heaven unfolds.
The vast forest of pine and fir.
Swinging with the falling leaves....
Eternally, for you -
I'm blended in hues.


                  The God whispered, "Draw...."


When you are carefree,
A bit intoxicated, a bit wild.
Lifted the body like canvas ....
A bare sky, unparalleled -
The touch I've embraced...


                 The God whispered, "Turn...."


We crossed the raft on the Jaldhaka River.