আমি বলেই পেরেছিলাম।
ত্যাগের থেকে স্পৃহার পথে টেনে -
হিসেব মতো সিদ্ধ মনস্কাম,
ঈশ্বরের আসন পাবো জেনে।


নাছোড়বান্দা, না- এর যত মানে,
যত রকম উপেক্ষিত ডাক,
ভেবেছিলাম ছাড়বোনা সজ্ঞানে -
না- এর সঙ্গে হ্যাঁ-এর যত ফাঁক।


তুমি কিন্তু না-এর কাছেই ছিলে।
সর্বনাশের আশার মুখে ছাই।
চোখের দেখা, হাতের ছোঁয়ায় মিলে
ভেবে দেখো, আর কিছু কি চাই ?


_______________________


I thought, I had found it all by saying so,
Negating the path of renunciation over desires' flow,
Thinking I'd achieve a settled mind,
Knowing I'd find God's seat, divine.


No longer bound, no..... that's what I thought it meant,
Ignoring all the different calls, each discontent,
Believing I'd be free in knowing what to shun,
The space between no and yes...all of that or, none.


But you were always with the no,
A shadow of hope amidst total woe,
With the sight of your eyes and the touch of your hand,
Think again, do you really need more to understand?