আজ তোমার সঙ্গে কথার অলিগলি ঘুরে বোঝা গেলো
পুরুষের সাথে চলার অর্থে পৌরুষের সংজ্ঞাটা বেশ এলোমেলো।


পৌরুষ হলো ব্যক্তিত্ব।
সবকিছুতেই মতে মত, মিলে মিল, মেনে নিয়ে মানিয়ে নিলে
ব্যক্তিত্ব সোজাসুজি একটু খানি গজিয়ে ওঠে নাকের তিলে।


পৌরুষ হলো সংবেদনশীলতা।
রাগের কথা, অভিমানের কথা বা দুঃখের কথা জানিয়ে দিলে
বুঝে নেবার, দেখে শেখার, চিনে নেবার ভাবনা আসুক অন্ত মিলে।


পৌরুষ হলো রসবোধ।
রামের ছানা, গরুড়ের ছানার হাসি দেখে বলবে সবাই এমন হলে
রামগরুড়ের ছানা হলে চলবে না আর, ভর্তি হবে হাসির স্কুলে।


পৌরুষ হলো এক্স ফ্যাক্টর।
প্রতিদিনের কাজের মাঝে জড়িয়ে গিয়ে, হারিয়ে গিয়ে ভুলেই গেলে
একটা কিছু অন্যরকম করতে হবে। শিল্পকর্ম, নির্বিকল্প পাখনা মেলে।


আজ তোমার সঙ্গে কথার অলিগলি ঘুরে বোঝা গেলো
হাজার বছরের পথ চলা এখনো হয়নি শেষ, এমনই তো কথা ছিলো।