সাত সমুদ্র পারের দিকচক্রবাল জুড়ে আঁকা তার মুখ।
ক্যানভাসের বুকে বর্ণালী সৌকর্যে অরুণিমা চোখ তোলে।
রঙ মেলানোর আলোয় নতুন আবিষ্কারের বিচ্ছুরণ।
রৈখিক কারুকার্য দেখে তার নির্লিপ্ত উচ্চারণ, বাঃ !


বাহান্নতম শারদীয়া আকাশে বৈরাগী বাউল মেঘ ভাসে।
আকাশকুসুম চয়নের সঞ্চারী রাতের খবর সে কি রাখে ?
গান গেয়ে থেমে যেতে বলেছিলো গর্ভিণী ইন্দুমতী রাত্রিকে।
তারপর দূরভাষের এ প্রান্তে নিবেদন। ও প্রান্তে, নৈঃশব্দ।


কফির কাপে চিনির সঙ্গে সে মেশায় হৈমন্তী সন্ধ্যার রঙ।
অতীতের চোরাগলি দিয়ে হেঁকে যায় দুঃখের ফেরিওয়ালা।
হলুদ বাহনে তার হাত এসে জড়ায় শিল্প সৃষ্টির আঙ্গুল।
মধ্যমায় শুনি তার হৃদস্পন্দন, অনামিকায় আগামী পৃথিবীর স্বপ্ন ।
__________________________________
Affection


Her face is drawn on the horizon beyond the seven seas afar,
On the canvas, Arunima lifts her eyes with the hues of opulence.
In the light of blending colours, a new discovery is born.
Witnessing the linear endeavours, her unaffected exclamation, wow!


In her fifty-second autumnal sky, the ascetic bard blends with the clouds.
Is she aware of the wandering nights with absurd dreams?
She had vowed to halt the pregnant moonlit night with her song...
Then, on this side of the phone, my offering.... On the other end, silence!


In the coffee cup, she mixes with sugar, the hue of the wintry evening.
The melancholy hawker walks through the past, hidden memory lanes.
In the yellow car, her hand holds the crafting art's fingers.
In her long finger, I hear her heartbeat. In her ring finger, dreams of the future world.