আদিগন্ত সবুজ ঘাসে মোড়া পৃথিবীর বুকে -
এসে দাঁড়াও সূর্য ওঠার আগে, প্রাতিস্বিক সুখে।
ফুলগুলি ফুটুক ভোরের প্রত্যাশায়, সূর্য সমাদরে।
দল বেঁধে প্রজাপতিরা উড়ে যাক আকাশ চাদরে।
আমি শুয়ে থাকি ঘাস বিছানায়, তোমার শরীর মেখে। ভোর হয়।
পৃথিবীর আহ্নিক গতি নিয়ে আসে তার প্রথম সূর্যোদয়।


আবিষ্ট সন্তাপে ঢাকা শহরের শোকে -
এসে দাঁড়াও জনাকীর্ণ রাজপথে। জাগাও মেঘ লোকে।
ভিজে যাক লোকজন হঠাৎ বৃষ্টিতে, এ মাহ ভাদরে।
বিলুপ্তির প্রান্তে টিকে থাকা গাছগুলি ভিজুক আদরে।
আমি মজে থাকি গন্ধ ধারায়, তোমার শরীর থেকে। সন্ধ্যা হয়।
পৃথিবীর বার্ষিক গতি দিয়ে যায় এক অতলান্ত জলাশয়।