রাত্রি জুড়ে শুধুই ছিল গীতল হাওয়া।
অভিসারী চাঁদের গলায় মুক্তো মেঘ।
পানসি নিয়ে মাঝ-মোহনায় উজান বাওয়া -
জোয়ার জলে কিসের ভাঙ্গন ? কি উদ্বেগ ?


পাল তুলেছে তোমার আঁচল, জলোচ্ছাসে।
ইচ্ছে হলো বুকের কাঁপন, শঙ্খ-রাগ।
তারাদের বৃষ্টি হলো উদ্ভাসিত মহাকাশে।
তোমার শরীর ধোয়া গন্ধে শুরু পূর্বরাগ।