ফাগুন বিছানায় শুয়ে চিল্কা হ্রদের শুশুক।
তার ছলাৎ ছলাৎ শরীর, চিৎ সাঁতারে ভাসুক।
সে আসুক, ভালোবাসুক।


পূর্বরাগের অপূর্ণ রাগ, ভুলিয়ে দেবার কি সুখ !
'স্বপ্ন নাকি সত্যি ?' ভেবে অবাক হয়ে হাসুক।
সে আসুক, ভালোবাসুক।


অন্ধ ছিলো বন্ধ খাঁচায়, সুখের নামে অসুখ।
তার মন-পলাশের আগুন, রামধনুতে মিশুক।
সে আসুক, ভালোবাসুক।


ফাগুন বিছানায় শুয়ে চিল্কা হ্রদের শুশুক।
স্বপ্ন দেখে সারীর রাধা। যে 'কৃষ্ণ' বলে, সে শুক।
সে আসুক, ভালোবাসুক।