শুদ্ধতার পেয়েছি দেখা তার প্রশান্ত মুখে
কণ্ঠ মাধুর্য আর নির্লোভ, নিরাসক্ত সুখে।


ছায়া হয়ে এসে যখন দাঁড়িয়েছে কাছে  
জেনেছি আলো তার পরিপূরক; নিশ্চিত আছে।


দেহের দেহলীতে তার বলাকার পাখায় মাখা
পড়ন্ত সূর্যের রামধনু; উত্তাপ ধরে রাখা।


সৃষ্টিশীলতা তার কাছে বহতা ঝর্ণার জল
কোমল ঋষভে বাজে সেই শান্ত, মুক্ত কোলাহল।


সে কি জানে তার এই সব ঐশী আভরণ ?
তবু তো সাহারায় এসেছি আমি বেদুঈন, নির্জন।