অনেকেই শুনেছি সান্ত্বনা খোঁজে তোমার গল্প, কাব্য, গানে।
অনেকে আবার খুঁজে পায়, এই জীবনের মানে।


আবার অনেকে মনে করে তুমি মহাভারতের মতো।
সব মানুষের সর্বকালের সব কথা তুমি লিখে গেছ, হাসি কান্না যত।


যত অনুভূতি , রাগ দুঃখ অভিমান সব তুমি ছুঁয়েছো লেখায়, সুরে।
মানুষের সাথে মানুষের সম্পর্কের ঘাত প্রতিঘাত, কাছে বা দূরে।


প্রকৃতির যত রঙ ,যত রূপ , যত সত্য , যত মায়াবী ছবি।
তোমার লেখনী তাকে অন্বিষ্ট আবেগে ধারণ করেছে কবি।


সৃষ্টি যা করে গেছো তার উত্তরাধিকার আজ সব মানুষের হাতে।
হয়তো শেষ মহাকবি তুমি, মিশে আছো সব মানুষের সাথে।