আরো একবার সেই চির চেনা মেঘ
শ্রাবণের গন্ধ মাখা বৃষ্টি দিয়ে গেলো।
আরো একবার সেই গোধূলি আবেগ
ক্লান্ত পাখির ডানায় অশ্রু লুকালো।


আরো একবার সেই চির চেনা মুখ
দেখা হবে বলে মন এলোমেলো।
আরো একবার সেই অসহ্য সুখ
অভিসারে মেশে দুরন্ত অন্ত্যমিল ও।


আরো একবার সেই চির চেনা হাসি
কালো আকাশকে চিরে পায়রা ওড়ালো।
আরো একবার সেই যুদ্ধ পলাশী
ঋদ্ধ পরাধীনতায় বিমুক্তি জড়ালো।


আরো একবার  ......
____________________________
Shall we meet


Once more the familiar clouds appear,
Drenched in the fragrance of the monsoon near,
Once more the twilight's passionate hue,
Hides tears on the wings of weary birds, true.


Once more that cherished face will I see,
Heart whispers, "It will come to be,"
Once more that unbearable joy so grand,
Blends in the longing's relentless demand.


Once more that age-old, familiar smile,
Swept across the blackened sky for a while.
Once more that battle of Plassey in sight,
Liberation found in oppression's might.


Once more ......