শব্দের জন্ম
শস্য কণায় প্রথম রস সঞ্চার, প্রগাঢ় অন্ধকারে।
অথবা সুদূর সমুদ্রদ্বীপে শ্বেত পক্ষীর গর্ভাধান ঘিরে
গুনগুন গুঞ্জনের গোপন গন্ধে।


শব্দের মৃত্যু
অপ্রমত্ত ভ্রমরের পরাগ মোচন, প্রতীতির পারে।
অথবা দ্বিধান্বিত প্রণয়ীর অনুক্ত আবেগ চিরে
উরসিজ; অক্ষরের প্রধূমিত ছন্দে।