শব্দগুলো ফিরিয়ে নাও, বেসুরে বাজছে।


অনেকদিন হলো, ওরা দেয়াল হয়ে আছে
আমাদের হাসি আর গানের মাঝে।


অনেকদিন হলো, কালো বিন্দু জমে আছে
ওই আলোকস্তম্ভের নীলাভ সাজে।


অনেকদিন হলো, সুপ্ত ক্ষত বেঁচে আছে
জড়ানো আদর আর গোলাপী লাজে।



শব্দগুলো নিভিয়ে দাও , শিখায় জ্বলছে।


এসেছে সময়, ওরা হবে প্রসারিত
দাহ্য কিছু ভাবনা পেলেই মাতবে সরবে।

এসেছে সময় , খুলেছো দ্বার অবারিত
উতলা বাতাস এসে জানাবে শঙ্খরবে।


এসেছে সময় , ওরা হয়েছে জারিত
এবার নেভাও তবে, মালা সাজাও নীরবে।