তোমাকেই যেতে হলো নদীর মোহানার কাছে, স্রোতঃস্বতী ।
আগেও দেখেছিলে সমতলে, পাহাড়ের কোলে, পাড়াগাঁয়ে।
কিন্তু সে তো একলা চলার গল্প। পথ খুঁজে, পথ ভেঙে।
এতদিন জেনেছিলে একলা চলাই জীবন, সান্তরায় স্রোতে।
জেনেছিলে রয়ে সয়ে বয়ে যেতে হয়। সঞ্চয়ে ক্ষয়ে যেতে হয়।


মোহানার কাছে গিয়ে দেখেছো কি, মিলন মানেই মৃত্যু ?
অতুল সম্পদ নিয়েও স্রবন্তী নির্দ্বিধায় মিলায় সমর্পণে।
সোনা আর পথ চলার গল্প নিয়ে সুবর্ণরেখার আলিঙ্গন -
দেখো, বিস্তারিত আঙ্গুল জড়িয়েছে নোনতা জলের হাত।
কান্না ছিল তীব্র সুখের উপচে পড়া ঢেউ জ্যোৎস্না আলোয়।
ঝাউয়ের মাথা সম্মতিতে দোলায় সারা রাত, শাশ্বত বাতাসে।