সন্ধ্যা মেঘের মেয়ের সাথে সেদিন
দেখা হলো চৌরাস্তার মোড়ে।
হলুদ শাড়ির আঁচল তুলে হেসে
ভেসে এলো বহ্নিশিখার মতো।


ঢেউয়ের সাথে এগিয়ে গিয়ে দেখি
নদীর মতো রাস্তা পড়ে আছে।
আকাশ জোড়া জানলা আছে খোলা,
হারিয়ে যাবার ঠিকানা খুব কাছে।
শরীর জোড়া ক্যানভাসে তার আলো
তৃষ্ণা গভীর, রঙ তুলিকে ছোঁয়া।


সন্ধ্যা মেঘের মেয়ের সাথে সেদিন
দেখা হলো চৌরাস্তার মোড়ে।


বানভাসি তার দু চোখ তুলে চেয়ে
বললো, এ কি সত্যি নাকি স্বপ্ন !
হাজার বছর পেরিয়ে গেছে কবে
দুই পায়ে তার চলার পথের গল্প।
দেখা পেলাম এতো কিছুর পরে
এক অন্য ভাষার জন্ম নেবার লগ্ন।


সন্ধ্যা মেঘের মেয়ের সাথে সেদিন
নতুন ভাষার জন্ম গেলো জুড়ে।