ঠিক ওরকম একটি বাড়ি
আমি স্বপ্নে বহুবার দেখেছি।


আদিগন্ত ধানক্ষেতের মাঝে
একটি মহা নিম গাছের ছায়ায়
খড়ের চালের মাটির বাড়ি।


সামনের উঠোনে বাঁধা আছে
দুটি সাদা রঙের গাই।
পুকুরে সাদা হাঁসেরা ভাসে।


বাঁশের বেড়ায় কত লতানে গাছে
ছোট ছোট লাল ফুলে ভ্রমর বসে।
দোল খায় একলা চড়াই।


শরতের মিনেকরা রোদে
কার হলুদ শাড়িটি শুকায় ?
কার যেন থাকবার কথা ছিল !


ফিরে আসবো বলে সে যেন  
আর ফিরে আসেনি কখনও।