ভুল করে ভুল হোলো
নির্ভুল কথাটাই।
টিকটিকি ঠিক কথা
ঠিক ঠিক বলে তাই।


যদি ভাবো না না করে
নানাকথা বলবে।
বুঝে নিও সশরীরে
এ শরীর জ্বলবে।


শুধু কথা , কথকতা
কাজ ছাড়া চলবে?
কথা ছেড়ে কাজ ধরো
কাজ কথা বলবে।


শরীরটা বৃথা নয়
মন খুলে ভাবোনি।
তাই মন খুঁতখুঁতে
দেহ-রাগ সাধোনি।


ভোলো যদি সব ব্যাথা
অতীতের স্মৃতি সব।
এতো কেন দ্বিধা তবে
এতো কেন না না রব ?


এলে যদি এ জীবনে
প্রাণ ভরা নদী হয়ে।
শুরু হোক সংগীত
সবুজের কিশলয়ে।