কথা ছিলো। আমাদের অন্যরকম, বন্যরকম জীবনকথা।


কাজের কথা, অকাজ নিয়ে জীবন যাপন করার কথা,
বন্ধু কিংবা বান্ধবীদের কথার কথা,
যাবার আগে আসার কথা , আসার পরেই যাবার কথা,
বোঝার কথা, বোঝার মধ্যে খোঁজার কথা,
খুঁজে পেতে কুল না পেয়ে আবার ডুবে যাবার কথা,
ছেলেবেলার খেলার কথা , খেলার সাথীর প্রাণের কথা,
প্রাণের মধ্যে এক ফোয়ারা সুখের কথা,
ছোট ছোট দুঃখ কথা , ছোট্ট অভিমানের কথা,
চোখের কোণে দুই ফোঁটা জল -
জমে থাকা ব্যথার কথা।

প্ৰিয় কবির কবিতা পড়ে হলুদ গোলাপ ফোটার কথা,
হাসনুহানার গন্ধে মেতে রাত্রি জাগার স্বপ্ন কথা,
গ্রামের বাড়ির দীঘির পাড়ে কৃষ্ণচূড়া ফুলের কথা,
জুঁই করবী কুড়িয়ে এনে প্রথম মালা গাঁথার কথা,
লেবু ফুলের গন্ধে পাগল এলোমেলো হাওয়ার কথা,
পাটের ক্ষেতে ছিপ নৌকার সরসরিয়ে যাবার কথা,
শিউলি ফুলের ঝরার কথা, ঝরে পড়েও হাসার কথা,
নদীর মধ্যে জেগে থাকা বানভাসিদের বাঁচার কথা।  


জোনাকিদের পিছু পিছু আলোর বাগান খোঁজার কথা,
নদীর চরে জ্যোৎস্না মাখা গোলাপগন্ধী রাতের কথা,
মধ্যযামে কথায় কথায় কল্পলোকে ফেরার কথা,
রাতের বুকে দু কান পেতে ভোরের কুঁড়ি ফোটার কথা,
কোয়ান্টামের গলি বেয়ে নিরুদ্দেশে যাওয়ার কথা,
অহল্যাতে বৃষ্টি নেমে হলুদ ফুলের ফোটার কথা,
আলতাপরীর ডানার রঙে চোখের কাজল আঁকার কথা।  


আমার কথা, তোমার কথা, অকারণের অশেষ কথা।
শুরুর কথা, শেষের কথা, অসময়ের সময় কথা।
___________________________


In the realm of work and passion, tales of life spun,
Navigating the unknown, under the sun.
Stories of friends or love's intricate maze,
Arrivals and departures, life's transient phase.
Understanding the unspoken, the quest within,
To search, not find, and dive in again.
Childhood games, with playmates dear,
In the soul's core, a fountain of cheer.
Tiny sorrows, touchy mind, minor pride,
In the corners of the eyes, tears reside.
Two drops of water, a story to tell,
The lingering pain, a silent farewell.


Upon reading the beloved poet's verses,
Blooming of yellow roses, a tale disperses.
In the fragrance of night jasmine's allure,
Nighttime dreams unfold, serene and pure.
By the pond near the village abode,
A story of Poinciana flowers, bestowed.
Weaving the first necklace with jasmine
A tale as the first blooms start to impress,
In the scent of lemon blossoms' grace,
A whimsical breeze dances in its embrace.
A boat silently drifting in the flooded jute fields
Stories untold, tales to be told.
Petals of coral jasmine gracefully fall,
Laughter echoes even as blossoms enthrall.
Amidst the river's embrace, they stay,
A tale of resilience, living another day.


Running behind the fireflies, pale and bright
Stories of searching for garden of light.
On the riverbank, moonlight's scent,
Paints tales of night, a fragrant event.
At midnight, tales of fantasies untold,
In the night's embrace, dawn's secrets unfold.
Ears to the dawn's whispers, in the night's breast,
Stories of quantum leaps, where dreams nest.
Rain drops on the barren land, yellow flowers bloom,
Stories of rainbows, in the darkened room.
In the scarlet tanager's flight, colors unfurl,
Tales of mascara in the eyes, a mystical swirl.


My stories, your stories, reasons unknown,
From beginning to end, in time's zone.