ভোরের ফোটা শিউলি ফুলের মালা পরে
তোমার আঙ্গুল আমার অস্তিত্বের ওপর খেলা করে।


ঘুম ভাঙিয়ে জাগায়। বলে,
এতদিন কিসের ছলে
উদ্বাস্তু হয়ে জলে স্থলে
মৃত্যু গুনেছো পলে, অনুপলে ?


কোনোদিন যদি ভাবো
কিছু সৃষ্টি করে যাবো
তখন এ মালা আমার , তোমায় পরাবো।


সেই প্রেরণাস্রোতে
এক হতে ,বহু হোতে
রূপ জাগে, অনুরাগে, তোমার প্রতীক্ষাতে।