তোমার দুই ভুরুর মাঝে কালো টিপের সূর্যোদয়
দিশা দিয়েছিলো , তখনও জীবন কাব্যময়।

ছায়া শালিকের মায়াভরা সেই শিস ধ্বনি
বিবাগী দুপুরে অলোক কথার গান শুনি।

বলেছিলে কবে আবার আসবো , হবে দেখা
সেদিন স্মরণে ধূসর ধুলোর ম্লান রেখা।

কতদিন আগে বসেছিলে পাশে , সব ভুলে
সন্ধ্যা আলোয় নিবিড় করুণ চোখ তুলে।

কথা ছিল, হাতে হাত রেখে দূর পাড়ি
ভালোবাসাবাসি , অঙ্গীকারের বাড়াবাড়ি।

কথা ছিল যাবো আকাশ যেখানে অপেক্ষায়
অরণ্য জাগে , একলা মেঘের বিবশতায়।

কথা ছিল সুখে নতুন সৃষ্টি, কাব্য পথ
গোলাপ সুবাস , প্রকাশিত রূপ , শ্বেত কপোত।

তুমি আজ যেন জোনাকির আলো দূর বনে
জ্বলে ওঠে শুধু আবার নেভার কাল গুনে ।