তুমি দেখবে বলে- দরজার পাশে
আমার কিশোরবেলা ভীরু পায়ে আসে।
বালকের অভিমান, আবেদন যত
নিবেদন করে আগে হৃদয়ের ক্ষত।


তুমি দেখবে বলে- ছোট নদী তীর,
জ্যোৎস্নায় ভিজে থাকে মাটির কুটীর।
রাত বাড়ে , গল্পের রাজা রানী জাগে।
ঘুমহীন, স্বপ্নেরা ছুটে চলে আগে।


তুমি দেখবে বলে- বহু দূর থেকে
ফিরে আসা, স্থিরতার সুখ বাজি রেখে।
আবার নতুন করে কবিতায় ফেরা
তুলিতে নতুন রঙ, ক্যানভাস ঘেরা।


তুমি দেখবে বলে- রূপ জেগে থাকে
শ্বেত শঙ্খ কপোতের রৈখিক বাঁকে।
সলাজ মুখের হাসি, দু চোখের চাওয়া।
চাঁপা কুঁড়ি আঙুলের কল্পনা ছোঁয়া।


তুমি দেখবে বলে- গোধূলির আলো
বাঁধুলির বুকে এসে নিমেষ দাঁড়ালো।
আর সব অন্ধকার, জোনাকির বেশে
পৃথিবীর ম্লান মুখ উঠেছিল হেসে।