তুমি যদি একবার বলো , যাবো
তাহলেই আমি দিক বদলাবো ।
রাস্তা বানাবো অথবা রাস্তার মতো
সহনশীল জীবনে দু চারটে ক্ষত
নিয়ে ভাসবো তোমার চোখের ঝিলে ।
তুমি তখন উড়িয়ো আঁচল আকাশ নীলে।


তুমি যদি একবার বলো , যাবো
তাহলেই আমি দিক বদলাবো ।


মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে
অভিমানী রূপ,সময়ের কাজল পরেছে ।
এই বাঁকে সুরম্য আশার তুলি
এঁকেছে তোমার মুখ, চম্পক অঙ্গুলি ।
ভরা জ্যোৎস্নায় বসে অমাবস্যার কাছে
দেখেছি চাঁদের রূপ বিবস্বানে আছে।


তুমি যদি একবার বলো , যাবো
তাহলেই তোমার হাত ধরে দাঁড়াবো ।


হয়তো প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ভাঁজে
হারিয়েছে প্রেম, নৈঃশব্দ মুখর সাঁঝে।
হয়তো স্থপতির হাতে কোনোদিন
ভেঙে যাবে ফুলদানি। সম্পর্কিত ঋণ,
চিরদিন ধরে শোধ করে যেতে হবে ।
তারপরে ক্ষমা , নির্লিপ্ত অনুভবে ।


তুমি যদি একবার বলো , যাবো
আমি নৈসর্গিক জাগরণে দুহাত বাড়াবো ।