ভেবেছিলাম মনে  ........
বলবো দেখা হলে, সেসব গোপন গভীর কথা।
তোমার পায়ের কাছে বসে, মধ্যে নীরবতা।


দেখেছিলাম আলো  ........
আকাশ তখন কালো, বাইরে ঝিঁঝির ডাক।
রানী কোকিল ডাকে, পুরুষটি নির্বাক।


খুঁজেছিলাম কত  ........
চিনতে পারিনি যে, যেন কতই অজানারে।
আমি ক্লাস পালানো ছেলে, হাঁটি শহীদ মিনারে।


উড়িয়েছিলাম ফানুস  ........
তুমি নীল পেড়ে শাড়ি, কাঁধে বইয়ের ব্যাগ।
হয়নি তখন দেখা, তবু মনেরই হ্যাশ-ট্যাগ।


জুড়িয়েছিলাম ব্যথা  ........
আমার ছোট্ট অভিমান, তুমি কোথায় গেলে চলে !
এখন কোন পাড়াতে থাকো? শেষে পরপুরুষের হলে !