তুমি ঠিক প্রকৃতির মতো, সব কিছু তোমার
দৃশ্য শব্দ স্বাদ গন্ধ মিলেমিশে এসেছে জোয়ার।
কবে থেকে? সে প্রশ্ন বাহুল্য অথবা অন্তরায়।
মনে হয় চিরদিন। সময়ের পাহারায়, পাহারায়  ....


তুমি ঠিক বাতাসের মতো, বাঁচার অক্সিজেন।
স্থির থাকো, বয়ে নিয়ে চলো অনন্ত লেন দেন।
কবে থেকে? সে প্রশ্ন অবান্তর অথবা তিরস্কার।
মনে হয় চিরদিন। আকাশের আকার, নিরাকার  ....


তুমি ঠিক নদীর মতো, অসংখ্য তরঙ্গমালা।
প্রবাহিত প্রেমের ধারায় বোধ আর বোধনের জ্বালা।
কবে থেকে ? সে প্রশ্ন অবাস্তব অথবা অসার।
মনে হয় চিরদিন। সমুদ্র সন্ধানে তোমার অভিসার  ....


তুমি ঠিক অরণ্যের মতো, গর্ভে ধরেছো কত প্রাণ।
সবুজ রহস্যে ঢাকা ক্ষুধার্ত বিশ্বের মান সম্মান।
কবে থেকে? সে প্রশ্ন নিশ্চেতন অথবা বিষাদ।
মনে হয় চিরদিন। বাজে মধ্য রাত্রির সুরে কোমল নিষাদ  ....


তুমি ঠিক চাঁদের মতো, সুরাপাত্রে জ্যোৎস্নার মদ।
পৃথিবীর বায়বীয় স্বপ্ন হলেও তুমি শ্রেষ্ঠ সম্পদ।
কবে থেকে ? সে প্রশ্ন অলীক অথবা স্থুলতা।
মনে হয় চিরদিন। তুমি আমার আজন্ম লালিত আকুলতা  ....