পাহাড়ের গায়ে সোনালী সুতোর মতো উঠে গেছে পাকদন্ডী পথ
পথের দুই ধারে আকাশচুম্বী ডগলাস ফার, রূপসী উইলো .....
কথা ছিল, তুমি হেঁটে যাবে ওই পথ ধরে লাল টালির বাংলোয়।


ধূসর মাটিতে ঘুমিয়ে আছে সাদা অর্কিড, যুগান্তের নীলকুরিঞ্জি
ঝরে পড়া পাতা, আগামীর বার্তা নিয়ে সমাশ্রিত পাইন বীজ ......
কথা ছিল, তুমি ওদের জাগিয়ে যাবে পাহাড়ি পথে চলতে চলতে।


পৌষালী পূর্ণিমার চাঁদ আয়েশে দোল খায় উইলোর ডালে
নিঝুম কুয়াশায় নীল কবুতর ঠোঁট ছোঁয়ায় কবুতরীর ঠোঁটে  ......
কথা ছিল, বাংলোর জানালায় বাতি জ্বেলে তুমি থাকবে অপেক্ষায়।


কিন্তু অভিমানী জমাট মেঘ এসে ঢেকে দিলো তোমার সমিদ্ধ অধর।
পাহাড়ের রঙ-রূপ ক্ষণে ক্ষণে বদলায়। অচুম্বিত রাত্রির প্রথম প্রহর।


___________________________________
Unkissed



Upon the mountain's bosom, a narrow path winds,
Like a golden thread, where resolve finds
On both sides, the verdant trail kisses the sky
Douglas firs and willows, adorn the way so high.


It was whispered, you'd tread the soothing miles,
Clad in the verdant hues till the hilltop hut with red tiles ..


In the ash-hued earth, white orchid and nilkurinji rest,
Under twilight's indigo crest.
Leaves fall, carrying whispers of the morrow,
Cradling pine seeds, in nature's borrow...


It was whispered, you'd awaken the slumbering soil,
Walking the mountain path, causing a sweet turmoil.


On the willow branch, the winter full moon dance in grace,
As shadows merge and part, in the tranquil space.
In night's silent embrace, azure doves do meet,
Their tender communion, a tale both pure and sweet.


It was whispered, you'd wait by the hilltop hut's pane,
Awaiting with a flickering flame, the night's arcane.


Yet delicate clouds arrive, veiling your luminous lips,
The mountain's hues morph, moment by moment like beeps.
Unkissed, the first hour of the night unfolds,
In a quintessential dance that quietly beholds.