তুমি পাশে ছিলেনা বলে এমন অনেক দৃশ্য শব্দ গন্ধ
উপহারের বাক্সে বন্ধ করে তোমাকে দিতে ইচ্ছে করে।


সারাদিনের ঝড় বৃষ্টির পর যখন সন্ধেবেলায়
মেঘের পাতলা চাদর জড়িয়ে চাঁদ উঠলো  .....
এক টুকরো কালো আকাশে একটিমাত্র তারা।


বাউলের একতারা বুকে নিয়ে দুপুরের হাওয়া
বাঁশ পাতায় কাঁপন ধরায় ঝিরিঝিরি শব্দে  .....
সঙ্গে দোলে দোয়েলের পড়ন্ত বেলার গান।


মাঝ দীঘিতে আউলি দ্বীপে মাছরাঙার বাসায়
মৎসগন্ধা মাছরাঙানীর আদর মেখে  .....
উড়ে গেলো গন্ধে রাঙা নীল পাখি।


ওই চাঁদ-তারা, ওই বাঁশ পাতার শব্দ, দোয়েলের গান
ওই আউলি দ্বীপের মাছরাঙা উড়ান -
সব তোমাকে দিতে বড়ো ইচ্ছে করে।