আজ তোমার শরীর ভালো নেই। জেনে গেছে মৌসুমী বাতাস।
তাই বৃষ্টি হলোনা। বাউন্ডুলে মেঘেদেরও আজ অখণ্ড অবকাশ।
উষ্ণতাহীনতায় ভুগে সামুদ্রিক বাষ্পায়ন হঠাৎ বন্ধ হয়ে গেছে।
পথভ্রষ্ট নিম্নচাপ আমাদের বৃষ্টি নিয়ে চলে গেছে অন্য কারো কাছে।


আজ তোমার শরীর ভালো নেই। জেনে গেছে ক্লান্ত পথ ঘাট।
তাই বন্ধ সিগন্যাল। যতদূর চোখ যায়, দেখা যায় উন্মুক্ত সপাট।
গতিহীনতায় ভুগে দানবীয় বাস ট্রাক হঠাৎ স্তব্ধ, শব্দ বন্ধ কোরে।
বাহনের জটলায় আজ আমাদের হেঁটে যাওয়া হলোনা, হাতে হাত ধরে।


_____________________________________


Today, you are not well; the monsoon breeze has sensed.
Thus, no rain descends; in boundless skies, the clouds are dispensed.
Devoid of warmth, the sea's evaporation halts its rapid flight,
The erratic low-pressure system diverts our rainfall out of sight.


Today, you are not well; the weary path has perceived,
Hence, the traffic signals stand still, an open runway is achieved.
In stillness, the bus and truck fall silent, the clamor is controlled,
In the vehicular congestion today, hand in hand, we haven't strolled.