এই বাগানে সকালবেলার হলুদ পাখি-
শব্দরা সব প্রজাপতি, সাজিয়ে রাখি।
উড়ে বেড়ায় সন্ধ্যা সকাল পাখনা মেলে
ছন্দে কাঁপে রূপান্তরের বার্তা পেলে।
বুঝিয়ে এনে শিশির ভেজা পাতায় ঝোলাই
আবেগী লাল, নীল সবুজের দোলনা দোলাই।
রাত পোহালে উষসী রোদ, আলোর কণা -


তুমি তখন শব্দসুধা, আকাশ-বীণা.....


এই বাগানে তোমার জন্য হলুদ পাখি-
সেই তো শুরু, অনেক কথাই বলার বাকি।
আসছি বলে সেই যে গেলে নিরুদ্দেশে
প্রতীক্ষা যার, সেই ভুলে যায় কোন্‌ আবেশে।
ঝর্ণা হাসির রেশ রেখে যাও; সুর বাতাসে।
লজ্জা পাবে? দেখবে যখন ফাগুন মাসে?
স্পর্শ পেলেই শরীর নাচে তাধিন্‌ ধিনা -


তুমি তখন শব্দসুধা, আকাশ-বীণা.....


এই বাগানে গান গেয়ে যাও হলুদ পাখি-
হারিয়ে গেছি প্রথম দেখায়, বুঝলে না কি !
ফুটবে বলে অনেক কুঁড়ি আজ জেগেছে
অহল্যাতেও নতুন খবর পৌঁছে গেছে।
এবার শুধু অপেক্ষা সেই ঢেউ জোয়ারের
তুর্য সুরের পাগলা ঝোরা সেই সেতারের।
খুঁজে ফেরার শেষ হলো আজ তুলনাহীনা -


তুমি তখন শব্দসুধা, আকাশ-বীণা.....


_________________________
You are the essence of sound


In this garden, at the break of dawn, the golden bird sings,

Arranging the words, all the butterflies adorn with wings.

As the evening blends into the morning, the words take flight,

Capturing the essence of transformation with rhythmic vibrations’ light.
Converged and swung them on the dewy leaves of winter's bloom,

In the rhythmic dance of passionate red, blue, and green costume.

As night turns to dawn, with the whisper of sun's first ray….


You become the essence of sound, the sky's musical display.


In this garden, I am here just for you, yellow bird....
This is just the beginning, there's much more to say, still unheard.
You promised to come but vanished without a trace,

The wait was for you; yet forgotten in anticipation's embrace.

Leaving behind the laughter of the waterfall, like tunes in the breeze,

Will you blush? when you see him in the month of spring's release.

With just a touch, the body dances with a rhythmic beat -


You become the essence of sound, the celestial lute.


In this garden, yellow bird, you sing your song....
I am lost at the first sight; did you not understand that I long?
Many buds have awakened today, to bloom,

Even in the barren land, news of life has arrived, I assume.
Now, only awaiting that breeze of the high tide,

The mad rush of melodies on the restless sitar by it's side.
The search is finally over today, boundless and supreme....


You become the essence of sound, the sky's euphony....my dream.