তুমি একলা গভীর রাত্রি-নদীর তীরে
বসে আছো পারাপারের ঘাটে।
নদীর গানের কথা লেখো ধীরে
বাউন্ডুলে মেঘের ললাটে।


তুমি মেঘলা নিবিড় মোহনচূড়ার নীড়ে
শব্দ সাজাও কবিতার মলাটে।
কাব্য কথার বিন্দু মেশাও ভোরের শিশিরে
বসন্তরাগ কল্পলোকের হাটে।


তুমি মেখলা সমীর পিয়াল শাখা ঘিরে
স্বপ্ন দেখাও হলুদ ফুলের মাঠে।
রাত কেটে যায় বিবশতায় শরীরে শরীরে
দূরত্ব মোছানো তুমুল সন্নিপাতে।


______________________
Your story streams


Alone you sit by the deep and dark river's shore,
At the edge of the crossing, you explore.
In the river's song, you scribe with care,
On the boundless clouds, your words declare.


You, in the dense canopy near barbet's nest so pure,
Craft symphonies in poetry's grandeur.
Dropping pearls of verse in dawn's misty air,
Amidst spring's realm, in musing's fair.


You, like the cincture of air on the boughs, ensconced and sure,
Weave dreams on the fields of yellow allure.
As night dissolves in the numb bodies' core,
In tumultuous embrace, distance no more.