এই শহরের ইট পাথরের
মরচে পরা কষ্ট ছিলো।
সবচেয়ে উঁচু দালানটারও
শ্যাওলা জমা নষ্ট ছিলো।
এই শহরে তোমার আমার
আপন কিছু জমিন ছিলো।
প্রাচীন হয়েও তীব্র কিছু আবেগ
তবু নবীন ছিলো।


এই শহরের অগোচরে
আমারও এক আমি ছিলো
ঐ আমিকে আকড়ে ধরা
অপ্রাপ্য এক তুমি ছিলো।


এই পথের ঐ চেনা মোড়ে
ঝরা অনেক পাতা ছিলো।
গল্প গুলো জমিয়ে রাখার
পথিকের এক খাতা ছিলো।
খুব চেনা এই পথের বুকে
আমার অনেক দূঃখ ছিলো
ভিজে যাওয়া চোখের পাতায়
না পাওয়া এক সুখও ছিলো


ওই পথের অগোচরে
আমারও এক আমি ছিলো
ঐ আমিকে আঁকড়ে ধরা
অসমাপ্ত তুমি ছিলো