আহা! কী অদ্ভুত এক সম্মোহন-
চিরায়ত বিরাজমান!
মাতৃত্বের মাঝে,
সকাল সাঁঝে-
আঁধার রাতে,
গোধূলি বা প্রভাতে!
ঝড়ঝাপটা বা জলোচ্ছ্বাসে-
কমতি নেই মায়ের উচ্ছ্বাসে!
যবে নিষিক্ত হল বাবার শুক্রাণু-
মাতৃত্বের জঠরে,
তবে থেকেই উদ্বেলিত মাতৃত্ব!
আনন্দঘন শিহরণ লহরে লহরে!


অনেকগুলো মাস-প্রায় বছর,
ক্লান্তিহীন-কষ্টকর-
সময় পেরিয়ে,
যবে আসে সেই মাহেন্দ্রক্ষণ!
বেজে উঠে মাতৃত্বের কুঠুরিতে প্রেমময় অনুরণন!
অস্বাভাবিক কষ্টবোধ-
মুহূর্তেই ভুলি গিয়ে,
বুকের সাথে আগলিয়ে-
নাড়ি-ছেঁড়া ধনকে করে স্তন্যপান!
এই যে শুরু-
মাতৃত্বের কঠিন দায়িত্বশীল ঘানি,
টানতে হয় তাকে, আমৃত্যু!
সম্ভব হলে,
আকাশ হতে চাঁদ দেয় আনি!


"মাতৃত্ব" এক অপার বিস্ময়ের নাম!
কোনো অভিধানেই হবে নাকো ঠাঁই-
তব স্তুতি,
তুমি নিজ আলোয় উদ্ভাসিত মাগো,
তুমি নিজেই নিজের জ্যোতি!
হে "মাতৃত্ব", ওগো "মা",
তোমাকে জানাই অগণিত সশ্রদ্ধ সালাম!


৫/৫/২০২০
দুপুর- ১২.০০