আম, জাম, লিচু-
লাগবে কিছু?
তাল, জামরুল, বেল-
আছে অঢেল!
আসেন ভাই,আসেন,
নিয়ে যান, ভাই, নিয়ে যান;
পছন্দমত একটাতো নেন।


বাবার জন্য নেন, মায়ের জন্য নেন;
খুকির জন্য নেন, বাবুর জন্য নেন,
পরিবার আমার পাবে খেতে-
যদি আপনারা কিছু কেনেন!


হলে কিছুটা লাভ, করে বেচাকেনা,
কিনতে হবে চাল-আটা, বাবার ঔষধ-
বউয়ের ইচ্ছে খাবে নাকি ডালনা!
ঘরের ছাউনিও পাল্টাতে হবে-
বৃষ্টির মৌসুম যে এসে গেছে!
মেয়েটি আবার ধরেছে বায়না,
নিতেই হবে যে আজ আলতা আর আয়না!


আসেন ভাই, আসেন,
কিছু একটা তো নেন,
দয়া করে, মেয়ের কাছে-
"বাবা" হিসেবে ইজ্জতটাতো রাখেন!


২১/০৬/২০২০
বড়াইল,
বি. বাড়িয়া।