মুক্তহীন ঝিনুকের ভেতর থাকে একরাশ অবসাদ !
ছন্দহীন জীবনে ভালোবাসার বেনামী চিঠি খুঁজে নেয় বদলির স্বাদ --
একপায়ে দাঁড়িয়ে তালগাছ- থাকে আকাশছোঁয়ার স্বপ্নে মশগুল ,
জামরঙের খামে বেনামী প্রেমপত্রে ভালোবাসার টান অব্যক্ত ।


আঙুলের ফাঁকে হঠাৎই আনমনে চেপে ধরে নিকোটিনের মোড়ক -
আলতো টানে ঠোঁট দুটো খুঁজে পায় ভালোবাসার সাতরং ,
ঝুলপড়া কংক্রিটের বন্দীজীবন হাত বাড়িয়ে খোঁজে ভিড়ে
মুক্তহীন ঝিনুকের খোলকে যদি ভালোবাসা থাকে পড়ে !


উচাটন মন দেয় উড়ান ,চেনা শহর মুহূর্তে অচেনা হয় --
ইচ্ছেগুলো হাতের মুঠোর বাইরে এসে খুচরো ছোঁয়ায় আড়াল হয় !
সকাল-সন্ধ্যে তার টক-ঝাল নানা কথা আর নীরবতায়
নিজেকেই খুঁজি সারাটাক্ষণ অবিরাম ;ব্যস্ততার নিশীথ কল্পনায় ॥