মানবতা বিরোধী অপরাধ ও জেনিফার
আদিত্য অনীক


উল্টাপাল্টা সুরে কান্না করো না জেনিফার ।
সুর-তালে নজর দাও ।
কান্নার কেমিস্ট্রি বুঝতে হবে।
মেলোডিয়াস মুড়কিগুলি ছেড়ে দিচ্ছ ।
উঁচু স্কেলে তোমার স্বর কেঁপে কেঁপে উঠছে ।
কান্নায় দণ্ডবিধির ধারার উল্লেখ কই ?
বিশদ বিবরণ দিতে হবে পোশাকের,
নিতম্ব আর বক্ষদেশ উথলানো ছিল কিনা,
সোনার ছেলেদের কামোত্তেজনার রসদ ছিল কিনা ।
নাম,ধাম,বয়স,ধর্ম আর দলীয় পরিচয় দরকার,
কার ছিল নাম ভূমিকা আর কারা কারা ছিল
কাম ভূমিকায় ?
আমরা উন্নয়নের ডিজিটাল পাকা পথে বেগে চলছি,
বেসুরো কেঁদে আমাদের চলার ছন্দে ছেদ ফেলো না ।
পয়তাল্লিশ বছর আগের মানবতা বিরোধী
অপরাধের বিচার নিয়ে এখন আধ্যাত্মিক লেভেলে
আমাদের অবস্থান ।
এই ক্রান্তিকালে তাল-মাত্রাহীন আহাজারি করে
জাতির চেতনায় বাগড়া দিও না ।
চোখের জল ফেলে পবিত্র আদালতের বারান্দা
নোংরা করো না ।
বাড়ি যাও।
বাড়ি গিয়ে শিথিল চিত্তে স্নান করে নাও ।