কিছু কথা দাও-আলো থেকে অন্ধকারে
আবদ্ধহীন ফোঁটা ফোঁটা চোখের কোনে।


বাঁদিক জুড়ে নেমেছে ধস।
এক বর্গ মাইল এলাকা।
কোনও উপকথার জন্ম নয়।
পৃথিবীর মানচিত্রে  একটা ফুটকি মাত্র!


এমন কিছু বলো যেখানে
শব্দের বিশ্লেষে ছোটাবো রেলইঞ্জিন।
আর এভাবে চুল ভেঙে দাও
যার গভীরতার ভিতর
পৌছায় না, আমার ইতিহাস পাঠ,
গিলে খায় সমুদ্রের চেয়েও বড় কিছু
তোমার ভালো হাতের আলিঙ্গন।
দ্বিতীয়বার তোমার নিঃশ্বাস-প্রশ্বাসে
ইনসোমেনিয়ার গন্ধ আঁকড়ে ধরার আগে!


শুধু কিছু কথা দাও-খণ্ড থেকে পূর্ণতায়
টুকরো হওয়ার ছিল,জুড়ে যাবার চাহিদায়।