ভাষাহীনতা কোথায় নেই?
অভিমানে,সম্পর্কে,রাজনীতিতে, ভালোবাসায়...


যেদিকে তাকাই শুধু শোষণের নির্মম অর্থবোধ
ভাষাহীন জমা পড়ে থাকে ডাস্টবিনে।
কখনও ইচ্ছে হয়, ভীষণ চিঠি লিখি
তোমার বুক জুড়ে, আলোকবর্ষ মাইল।
দেখি নির্লিপ্ত অসারতা উথলে ওঠে
গোছানো কাগজের স্টল জুড়ে।
আভ্যন্তরীণ পীড়নে নিরবতা উপেক্ষিত
হয় বৃহৎ কংক্রিটের বক্স-অফিসে।
রূপান্তরিত জীবনের হাজারো স্বীকারোক্তি নিয়ে
ছুটন্ত লোকাল ট্রেনের মতো
অলৌকিক অমীমাংসিত
তুমি, সামনে এসে হাজির হও।


নির্বাক আমি,
ভাষা হারাই ফের,তোমায় দেখলেই
অসহায় ভাষাহীনতা, কোথায় যে নেই??