বাংলার আনাচ কানাচ ,গ্রাম থেকে গ্রামে ঘুরে
শহর থেকে বন্দরে
সর্বত্র ঘুরেছি আমি ,তন্ন তন্ন করে
ঘুরেছি কত দেশ ,
হংকং থেকে ইউরোপ ,প্যারিস, ব্রাসেলস,
বার্লিন থেকে কোপেন হেগেন
খুজেছি একজন মানুষকে
যে হবে আমার মনের মানুষ
পাইনি কোথাও , হন্যে হয়ে খুঁজেছি তাকে ।


অবশেষে  দেখা পেলাম তোমার,
কিন্তু হায়, তখন তুমি..........।
তোমাকে পেয়েও , পাওয়া হলো না
দুনিয়ার এ জীবন বড়ই অনিশ্চিত
কোন কিছু ঘটে না , মনের মত করে
এটাই জীবন মানবের।