আড্ডা বিভাগ প্রসঙ্গেAdda Bibhag Proshonge
আসরের সদস্যদের সরাসরি বার্তালাপের জন্য এই ওয়েবসাইটে আড্ডা নামক একটি বিভাগ চালু করা হয়েছিলো বেশ অনেক আগে। এখনও বিভাগটি রয়ে গেছে, তবে আসরে এপর্যন্ত বিভাগটি তেমন তাৎপর্যপূর্ণ কোন ভূমিকা রাখতে পেরেছে বলে প্রতীয়মান হয়নি। তাই আমরা বিভাগটি ওয়েবসাইট থেকে বাদ দেয়ার চিন্তা করছি। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা আপনাদের সকলের মতামত আশা করছি। এই বিজ্ঞপ্তির মন্তব্যে আপনি জানাতে পারেন আড্ডা বিভাগটি চালু রাখার পক্ষে আপনি, নাকি বন্ধ করা ঠিক মনে করেন। এবং পক্ষে-বিপক্ষে আপনার যুক্তিগুলোও তুলে ধরার অনুরোধ করছি। ধন্যবাদ।
বিজ্ঞপ্তিটি ২০৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৫/১১/২০১৬, ১৮:০৯ মি: