সময়ের সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ৫ লক্ষাধিক কবিতা, আবৃত্তি ও আলোচনামূলক পোস্টের পাশাপাশি ৫০ লক্ষাধিক মন্তব্য জমা হয়েছে। এই বিশাল পরিমাণ ডাটাকে প্রতিনিয়ত প্রসেস করতে গিয়ে আমাদের ওয়েবসাইট স্বভাবতই আগের চেয়ে বেশ কিছুটা ধীরগতির হয়ে গিয়েছিলো। ফলে বিভিন্ন পেজ লোড হতে কিছুটা বেশি সময় লাগতো। এই সমস্যা থেকে উত্তরণের জন্য গত কয়েক সপ্তাহে আমরা এই সাইটের কোডিং-এ বড় ধরণের কিছু পরিবর্তন এনেছি, যা কিছুক্ষণ আগে আমাদের সার্ভারে আপলোড করা হয়েছে। এর ফলে যেসব পেজ এখন আগের চেয়ে দ্রুত লোড হওয়ার কথা:
- মূল পাতা
- খ্যাতিমান কবির পাতা
- কবিতার আসর
- আবৃত্তির পাতা
- আলোচনা বিভাগ
- খ্যাতিমান কবি ও সদস্যদের প্রোফাইল
- কবিতা, আবৃত্তি, এবং আলোচনার পাতা সমূহ
সাইটের স্পিড বাড়ানোর জন্য আরও যেসব কাজ করেছি:
- বিভিন্ন পেজের সাইড প্যানেল থেকে সাম্প্রতিক মন্তব্যের তালিকা বাদ দেয়া হয়েছে।
- সদস্যের প্রোফাইল থেকে তারুণ্য ব্লগের সাম্প্রতিক তালিকা বাদ দেয়া হয়েছে।
- পেজের আগের ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদ দিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড যোগ করা হয়েছে।
যেহেতু কোডিং-এ বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে, এতে ছোটখাটো কিছু সমস্যাও তৈরি হয়ে থাকতে পারে। তাই সদস্যদের প্রতি অনুরোধ যেকোনো সমস্যা চোখে পড়লে এখানে মন্তব্যের মাধ্যমে, অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার কিংবা হোয়াটসএপ গ্রুপগুলোর মাধ্যমে আমাদের জানাবেন। এছাড়াও আপনাদের ব্রাউজারে সাইটের পেজগুলো এখন দ্রুত লোড হচ্ছে কিনা, হলে আগের তুলনায় কতটুকু দ্রুত, তা জানাতে ভুলবেন না।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা!