আপডেট ৩ - দয়া করে কেউ মন্তব্যে সরাসরি কবিতা জমা দিবেন না। শুধুমাত্র আসরে প্রকাশিত কবিতাটির লিঙ্ক কপি করে দিবেন। এতে করে আমাদের জন্য কবিতাটি ইতিপূর্বে আসরে প্রকাশিত হয়েছে কিনা তা যাঁচাই করতে সুবিধা হবে। যারা ইতিমধ্যে সরাসরি কবিতা জমা দিয়েছেন এখানে, তাদের অনুরোধ করবো কবিতার লিঙ্ক আবারও জমা দিতে। সরাসরি মন্তব্যে দেয়া কবিতাকে বাছাইয়ের জন্য নেয়া হবে না।
এছাড়া আমরা কাউকে তার ইমেইল-ফোন নাম্বার সহ ব্যক্তিগত তথ্যগুলো মন্তব্যে জমা দিতে বলিনি। শুধুমাত্র যাদের কবিতা প্রকাশের জন্যে বাছাই করা হবে, তাদের সাথে ইমেইলে যোগাযোগ করে আমরা এসব তথ্য সংগ্রহ করে নেবো পরে। তাই দয়া করে কেউ তার ব্যক্তিগত তথ্যগুলো মন্তব্যে জমা দিবেন না।
-------
আপডেট ২ - যারা বইয়ে প্রকাশের জন্য কবিতা জমা দিচ্ছেন, তারা দয়া করে এমাসের মধ্যেই জমা দেয়া কবিতার বানান ও কাঠামো ভালমতো যাঁচাই করে সংশোধন করে নিবেন। অতিমাত্রায় বানানে ভুল এবং অসংগতিপূর্ণ বিন্যাসের কবিতাগুলো প্রাথমিক বাছাইয়েই বাদ পড়বে। অনেক সময় নিজের ভুলগুলো নিজের চোখে ধরা পড়ে না। তাই আপনার পরিচিতদের মধ্যে বাংলা ভাষায় ভাল দখল আছে এমন কাউকে দিয়ে কবিতাগুলো যাঁচাই ও সংশোধন করে নিতে পারেন প্রয়োজনমতো।
এছাড়াও যেহেতু বেশিরভাগ কবিতাই চলিত ভাষায় লেখা, তাই সব কবিতা চলতি ভাষায় হলেই ভাল হয়। একই কবিতায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ গ্রহণযোগ্য নয়।
আরেকটি বিষয়। অনেকেই এখানে লিঙ্কের পরিবর্তে পুরো কবিতা জমা দিচ্ছেন। আমাদের শর্ত অনুযায়ী কবিতাটি অবশ্যই এখানে আসরে প্রকাশিত হতে হবে। তাই পুরো কবিতা না দিয়ে দয়া করে আসরের লিঙ্কটি দিন মন্তব্যে। ধন্যবাদ।
-------
আপডেট - কবিতার সাথে কবির নাম ও ইমেইল এড্রেস প্রকাশ করা হবে বইয়ে। তবে বাছাইকৃত কবিতার কবিদের আসল নাম, এক কপি ছবি, ঠিকানা ও জন্মতারিখ জমা দিতে হবে আমাদের কাছে।
-------
আসরের কবিদের বাছাইকৃত কিছু কবিতা নিয়ে আমরা ২০১৫ সালে বাংলাদেশের একুশে বইমেলায় একটি কবিতার বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এ উপলক্ষে আসরের কবিদের কাছ থেকে আমরা কবিতা আহবান করছি।
বিস্তারিত:
১। কবিতার বিষয়বস্তু “ভালবাসা” কেন্দ্রিক হতে হবে।
২। কবিতাটি ১২ থেকে ২৮ লাইনের মধ্যে হতে হবে।
৩। বানান যতটুকু সম্ভব শুদ্ধ হতে হবে।
৪। একজন সর্বোচ্চ দু’টি করে কবিতা জমা দিতে পারবেন।
৫। কবিতাটি অবশ্যই আপনার স্বরচিত হতে হবে। ইন্টারনেটের বাইরে অন্য কোন প্রিন্ট মিডিয়ায় ইতিপূর্বে প্রকাশিত হওয়া যাবে না। এবং অবশ্যই ইতিপূর্বে এই ওয়েবসাইটের কবিতার আসরে প্রকাশিত হতে হবে।
৬। কবিতা জমা দেয়ার শেষ তারিখ অক্টোবরের ৩১ তারিখ।
৭। আপনার লেখা ভালবাসার কবিতাটির লিঙ্ক (যা ইতিমধ্যে কবিতার আসরে প্রকাশিত হয়েছে) এই বিজ্ঞপ্তির মন্তব্যে কপি করে দিন। তাহলেই তাকে বাছাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। দয়া করে আপনার সেরা কবিতাটি দেয়ার চেষ্টা করুন।
৮। দয়া করে মনে রাখবেন, কবিতাটি প্রকাশের জন্য আমাদের কাছে জমা দেয়া মানে কবিতা প্রকাশের যাবতীয় সত্ত্ব আপনি আমাদের দিচ্ছেন। এবং এই কবিতা প্রকাশের জন্য কোনরূপ আইনি জটিলতায় ভবিষ্যতে আপনি আমাদের ফেলবেন না বলে কথা দিচ্ছেন।
৯। জমা দেয়া সব কবিতা থেকে ১০০-১১০টির মতো কবিতা বাছাই করে প্রকাশকের কাছে জমা দেয়া হবে। প্রকাশক সেখান থেকে ১০০টির মতো কবিতা নিয়ে বই প্রকাশ করবেন। প্রাথমিকভাবে বাছাইয়ের কাজে আসরেরই আগ্রহী কিছু কবিকে দায়িত্ব দেয়া হবে।
১০। বই প্রকাশের যাবতীয় খরচ বাংলা-কবিতা কর্তৃপক্ষ বহন করবে। তবে অনুরোধ করবো যাদের পক্ষে সম্ভব হবে তারা যেন বইমেলা থেকে বইটির একাধিক কপি কিনে নেন। বই বিক্রয় থেকে প্রকাশনার খরচের বাইরে অতিরিক্ত কোন আয় হলে তা যেকোনো সেবামূলক খাতে ব্যয় করা হবে।
পাণ্ডুলিপি প্রকাশকের কাছে জমা দেয়ার জন্য আমাদের হাতে সময় খুব বেশি নেই। তাই সবাইকে অল্প সময়ের মধ্যেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহায়তা দিতে অনুরোধ করছি। পরবর্তীতে নিয়মের যেকোনো পরিবর্তন বা এ বিষয়ে নতুন কোন সংবাদ থাকলে এই বিজ্ঞপ্তিটিতেই তা আপডেট করা হবে। তাই সবাইকে এই বিজ্ঞপ্তিতে নিয়মিত চোখ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে।
http://www.bangla-kobita.com/silchar2014/post20141008074728/
http://www.bangla-kobita.com/silchar2014/post20140528074840/
http://www.bangla-kobita.com/chhandadeepbera/post20141031094407/
http://www.bangla-kobita.com/akashsphs/poem20140226124305/?s=published
http://www.bangla-kobita.com/chhandadeepbera/post20141030095403/
সুপ্রিয় এডমিন,
সাধু প্রয়াসের জন্য শৈল্পিক অভিনন্দন......শুভেচ্ছা!
নীচে দুটি কবিতার লিঙ্ক--
http://www.bangla-kobita,com/pranabmajumdar/post20130820032215/
http://www.bangla-kobita.com/pranabmajumdar/post/20130722125756/
http://www.bangla-kobita.com/mannan/post20141028111330/
http://www.bangla-kobita.com/mannan/post20141027105050/
http://www.bangla-kobita.com/ka13/post20141010013529/
http://www.bangla-kobita.com/ka13/post20140924124030/
http://www.bangla-kobita.com/thebluefx/poem023/
http://www.bangla-kobita.com/thebluefx/poem010/
www.bangla-kobita.com/kobijahed/post20141025120602/
www.bangla-kobita.com/kobijahed/post20141028014119/
http://www.bangla-kobita.com/zahidernoor/tumikotosundor/
http://www.bangla-kobita.com/zahidernoor/oviman/
http://www.bangla-kobita.com/iamthomasr/post20140727122452/
http://www.bangla-kobita.com/pritilataray(halder)/post:20141030084324
http://www.bangla-kobita.com/pritilataray(halder)/post:20141018051810
www.bangla-kobita.com/lokmankhan/post20141031021316/?s=published
Name: Pritilata Ray(Halder)
post : 20141018051810
post: 20141030084324
Post 20141018051810
Post 20141030084324
http://www.bangla-kobita.com/dipankarbera/post20141022091901/
http://www.bangla-kobita.com/sadique12/post20141030081131/
http://www.bangla-kobita.com/sadique12/post20140824043454/
http://www.bangla-kobita.com/towfik/post20141031050337/
সনেটদ্বয় বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। লিংক-
http://www.bangla-kobita.com/abdullah1/post20141027055616/
http://www.bangla-kobita.com/abdullah1/post20141031024854/
http://www.bangla-kobita.com/anttivai/post20141024120210/
http://www.bangla-kobita.com/anttivai/post20141025115837/
http://www.bangla-kobita.com/bijoy7p/post20141030060002/
http://www.bangla-kobita.com/jahirul/shuddokichudiyo/
http://www.bangla-kobita.com/jahirul/post20140811031834/
http://www.bangla-kobita.com/xenon/poem20140329113731/
http://www.bangla-kobita.com/xenon/poem20140414121416/
http://www.bangla-kobita.com/saikatpaul90/poem20140320045654/
http://www.bangla-kobita.com/saikatpaul90/poem20140326051556/
দ্বিতীয় কবিতার লিঙ্ক
www.bangla-kobita.com/rainbow5best/post20141030120503/
www.bangla-kobita.com/rajuoffline/post20141026071722/
http://www.bangla-kobita.com/falguni/post20141027074714/
http://www.bangla-kobita.com/falguni/post20141029110747/
ধন্যবাদ ।
http://www.bangla-kobita.com/dipankarbera/post20141020072346/
http://www.bangla-kobita.com/palok/poem20140507021614/
http://www.bangla-kobita.com/palok/poem20140430064858/
http://www.bangla-kobita.com/subhasisnit/post20140529121423/
http://www.bangla-kobita.com/subhasisnit/poem20140414043922/
http://www.bangla-kobita.com/oborodhbashini/post20141016083312/
http://www.bangla-kobita.com/oborodhbashini/post20140921033041/
১) http://www.bangla-kobita.com/sanaubiswas/post20140829122002/
২) http://www.bangla-kobita.com/sanaubiswas/post20140912025855/
১ । http://www.bangla-kobita.com/tapandas/post20141023063633/
২। http://www.bangla-kobita.com/tapandas/post20141029113122/
http://www.bangla-kobita.com/mohanmandal100/nirob-darsak/
https://www.bangla-kobita.com/fhbnaxim/post20141029112703/
সম্মানিত এডমিন,আমি আমার বাংলা কবিতায় দেয়া ই-মেইলে ডুকতে পারি না(পাসওয়ার্ড ভুলে গেছি!!)।বাংলা-কবিতায় দেয়া ই-মেইলটি পাল্টাতেও পারছি না।এক্ষেত্রে আমি এখন কি করবো?
Post20141025043636
আমার কবিতা বইতে স্হান পেয়েছে তা কি করে বুঝব
www.bangla-kobita.com/mohua/post20141029095250/?s=published
১/http://www.bangla-kobita.com/tahmidhasan/poem20140505100841/
২/http://www.bangla-kobita.com/tahmidhasan/post20140521073659/
প্রিয় এডমিন,
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।দুটি কবিতা দিয়েছি,ঠিকমতো পেয়েছেন কিনা জানাবেন,ভালো থাকবেন।
প্রিয় এডমিন,
কাব্যসংকলনের জন্য দুটি কবিতা পাঠালাম।আন্তরিক শুভেচ্ছা জানবেন।
১)http://www.bangla-kobita.com/ashis/post20141022084237/
২)http://www.bangla-kobita.com/ashis/post20141025072657/
আশিস চৌধুরী ।
ধন্যবাদ এডমিন মহাশয়
প্রিয় এডমিন।এবার একটু চিন্তা হচ্ছে।আমার লিঙ্ক যেখানটায়
প্রকাশিত হয়েছে,সেখানে বক্সে নীল বর্ডারে অন্য একটি নাম।
তাছাড়া নীচের লাইনে লেখাটি আমার নয়।এছাড়া আমি ২৭/১০
/২০১৪ সকাল ১০টা নাগাদ লিঙ্ক পাঠিয়েছি--কিন্তু দেখাচ্ছে
২৬/১০।এক তারিখ বলেঅনুরোধ পাঠিয়েছি ঠিকই কিন্তু পরে
দেখছি এই ব্যাপার ।আপনি যদি দয়া করে বিষয়টি দেখেন তবে কৃতজ্ঞ থাকবো।ভালো থাকুন।ধন্যবাদ।
ভালবাসি বারবার: http://www.bangla-kobita.com/oniruddho/post20141017084150/
এমন যদি: http://www.bangla-kobita.com/oniruddho/post20141021114615/
প্রিয় এ্যডমিন,
১) এখন কি শুধু লিঙ্ক পাঠালেই চলবে? তাহলে ছবি ও তথ্যাবলী এখন নয়?
২) সাধু ও চলিত ভাষার মিশ্রণ নিয়ে আমাদের চরম আপত্তি আছে। এই প্রথম শুনলাম যে কবিতায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ দোষনীয়। এটা বিবেচনা করতে হবে, প্লিজ।
http://www.bangla-kobita.com/orpabiswas/post20141028105010/
http://www.bangla-kobita.com/salimbiswas/post20141026051124/
http://www.bangla-kobita.com/salimbiswas/post20141026115640/
http://www.bangla-kobita.com/shakawat13/post20141029033422/
একটা বিষয় Admin কে একটু জানিয়ে রাখতে চাই। যদি আমার কবিতা বইয়ের জন্য সিলেক্ট হয় তবে যে ইমেইল ঠিকানা দিয়ে আমি আসরে কবিতা দিয়ে থাকি সেখানে কোনো যোগাযোগ না করলেই ভালো হয়। আমি সেটার পাসওয়ার্ড ভুলে গেছি, তাই কোনোরকম যোগাযোগের জন্য [email protected] এই ঠিকানায় করলে ভালো হয়।
Post20141029121420
www.bangla-kobita.com/lokmanrakib/post20141025043844/
১। http://www.bangla-kobita.com/jalaluddin22/post20141027121514/
২। http://www.bangla-kobita.com/jalaluddin22/post20141028081324/
প্রিয় এডমিন ,
"ভালবাসা"র দুটি কবিতা জমা দিলাম-
১) ভালবাসার অনুষ্টুপ -http://www.bangla-kobita.com/akabi/poem20131222083228/
২) নীলকন্ঠ পখির নক্ষত্র যাত্রা - http://www.bangla-kobita.com/akabi/poem20131201102227/
ধন্যবাদ -
বাহ্! সুন্দর উদ্যোগ। সাধুবাদ।
01) http://www.bangla-kobita.com/saiful901/post20141019035755/
02) http://www.bangla-kobita.com/saiful901/post20141024084445/
এ কে এম নুরুল্লাহ
নামঃ ছলনা নাকি পাওনা(Post20140529110831)
http://www.bangla-kobita.com/asitkroy/post20141017125435/
http://www.bangla-kobita.com/asitkroy/post20141014125836/
post20141014125836
post20141017125435
http://www.bangla-kobita.com/masg/post20140930031044/
http://www.bangla-kobita.com/masg/post20140924114842/
http://www.bangla-kobita.com/reaz/post20140919111324
1. http//www.bangla-kobita.com/gm100/post/20141023
2. http//www.bangla-kobita.com/gm100/post/20140905
(১) http://www.bangla-kobita.com/aditi/post20141028031000/
(২) http://www.bangla-kobita.com/aditi/post1024100832
http://www.bangla-kobita.com/5678/post20141027102915/
1) http://www.bangla-kobita.com/alaol/poem20130103101735/
2) http://www.bangla-kobita.com/alaol/post20141010073603/
http://www.bangla-kobita.com/kawsik/post20140908114419/
http://www.bangla-kobita.com/kawsik/post20140923121521/
আমি Namita Bose আমার লেখা দুইটি কবিতার লিঙ্ক নং পাঠালাম , আশাকরি আপনাদের বাছাইকরার সুবিধা হবে।
১। ভালোবাসা রঙ
(link no. 20141026114404)
২।শুধু তোমার জন্য
(link no. 20141028121406)
http://www.bangla-kobita.com/mohiuddin/poem20140114123840/
http://www.bangla-kobita.com/mohiuddin/poem20130714050348/
প্রিয় এডমিন,
আমার প্রথম কবিতার লিঙ্ক
(1) http://www.bangla-kobita.com/rainbow5best/post20141027013602/
(১)-
www.bangla-kobita.com/arif2neel/poetarifneel175/
(২)-
www.bangla-kobita.com/arif2neel/poetarifneel13/
স্বপ্না বন্দ্যোপাধ্যায় ২৬/১০/২০১৪
স্বপ্না বন্দ্যোপাধ্যায়
http://www.bangla-kobita.com/swapna1953/
post20141019011508
http://www.bangla-kobita.com/swapna1953/
post20141025102831
প্রিয় এডমিন, দেখুন। পুরো পাতাটিই দেখায়। কেন?
১। http://www.bangla-kobita.com/rsael/post20140723014207
২ । http://www.bangla-kobita.com/rsael/post20140526050737
http://www.bangla-kobita.com/srabani1/post20141020034507/
http://www.bangla-kobita.com/srabani1/post20141022074511/
http://www.bangla-kobita.com/mrittique/poem20130522071726/
http://www.bangla-kobita.com/mrittique/poem20130419062105/
http://www.bangla-kobita.com/ap4882/post20140604011506/
http://www.bangla-kobita.com/ap4882/post20140607024355/
http://www.bangla-kobita.com/aswad65/post20140706041242/
http://www.bangla-kobita.com/aswad65/post20140714125325/
তোমায় ভালবাসি
- মোঃ আবদুল করিম
নদী থেকে এক আঙ্গুলে
যে পরিমাণ পানি
সে পরিমাণ বাসতে যদি
ভাল আমায় তুমি,
পুরো নদী সমান তোমায়
লিখে দিতাম আমি,
বুঝে নিও কি পরিমাণ
তোমায় ভালবাসি ?
আকাশ থেকে এক চিমটিতে
যে পরিমাণ নীল
সে পরিমাণ ভালবেসে
উজাড় করে খুলে দিতে
হৃদয়ের খিল,
তাতেই হয়তো হতো পূর্ণ
পূর্ণ ষোল কানা
হতোনা জল রাশি ।
প্রথম দেখার এক পলকে
যেটুকু লাগে সময়
সে সময় থেকে শত ভাগে
এক ভাগ যদি করতে ক্ষয়,
তবে দুঃখ কষ্ট যা আছে তা
আমার কি আর হয় ?
সর্ব উর্ধ্বে তুমি থাকতে
বাঁচি যতো খানি,
তবে পারতে না তুমি
পড়াতে ভাঙ্গিতে হৃদয়
প্রণয় গলায় ফাঁশি ।
http://www.bangla-kobita.com/sujata/poem20140404055708/
http://www.bangla-kobita.com/sujata/post20140513044004/
http://www.bangla-kobita.com/ashiq/post20141004022924/
http://www.bangla-kobita.com/ashiq/post20140810113530/
(১) http://www.bangla-kobita.com/rahman/post20141025063421/
(২) http://www.bangla-kobita.com/rahman/post20141026033435/
স্বপ্না বন্দ্যোপাধ্যায়
http://www.bangla-kobita.com/swapna1953/
post20141019011508
http://www.bangla-kobita.com/swapna1953/
post20141025102831
http://www.bangla-kobita.com/insignia/aaj-bristite-hothat-/
1> www.bangla-kobita.com/mahbub5858/anonta-prem/
2> www.bangla-kobita.com/mahbub5858/koshter-rojoni-2/
গ্রামঃ আরিচপুর
থানাঃ টঙ্গী
জেলাঃ গাজীপুর
ইমেইলঃ
[email protected]
মোবাইলঃ01845858587
http://www.bangla-kobita.com/anwarshadatpatwary/poem20130319054055/
http://www.bangla-kobita.com/anwarshadatpatwary/poem20130914023839/
মাননীয় এডমিন আপনার শ্রম সফল হোক সার্থক হোক।
আপনার জন্য শুভকামনা ও দোয়া রইল।
ভাল থাকবেন সুস্থ থাকবেন..............
http://www.bangla-kobita.com/afran/post20140813121300
http://www.bangla-kobita.com/roy1/post20141019122306/
http://www.bangla-kobita.com/roy1/post20141026065308/
Post20141026092747
www.bangla-kobita.com/mohua/post20141026093029/
কবিতাটা একটু পড়ে দেখবেন
http://www.bangla-kobita.com/vanom/poem20131002114857/
http://www.bangla-kobita.com/vanom/poem20130827041623/
কবিতার বিষয়বস্তু "ভালবাসা" জেনে খুব ভাল লাগল
তাই দুটো কবিতার লিংক দিলাম নিচেঃ-
১।মাতৃত্ব
http://www.bangla-kobita.com/786/post20140510105249/
২।নিচু তাহার মন
http://www.bangla-kobita.com/786/poem20140401111343/
http://www.bangla-kobita.com/skn/post20140513025311/
http://www.bangla-kobita.com/skn/post20141019031711/
name-swapan kumar nayak
vill+p.o. kabitirtha churulia
distt. burdwan
west bengal
pin 713368
http://www.bangla-kobita.com/hassan/post20140924122222/
http://www.bangla-kobita.com/hassan/post20140830110716/
নিচে আমার স্বরচিত দু'টো কবিতার লিঙ্ক দিলাম।
http://www.bangla-kobita.com/kobiiqbal/post20140515115925/
http://www.bangla-kobita.com/kobiiqbal/post20140531120004/
http://www.bangla-kobita.com/sharifunara/poem20140214110602/
http://www.bangla-kobita.com/sharifunara/post20141019124852/
দাদির জন্য ভালোবাসা
সাদা বক
মাগো, আমার স্বপ্ন ঝুলিতে পুষেছি যে দাদিমনি
কভু বুঝতে পারিনি ও এতটা অভিমানি
দাদিমনি দেখতে মায়াবিনী
একটা পরিবারকে আকরে ধরতে পারে
যেমন ধরে রাখে বনের হরিণী।
মাগো, তোমার কাছ থেকে পাওয়া
সততা, আদর্শ, স্বপ্নআশা
এসব দাদিমনির মনে বেঁধেছে বাসা
মাগো, তুমি যেমন বলো
কাউকে দিওনা মিথ্যা আশা
এটাই দাদিমনির কাছে শোনা প্রথম ভাষা।
মাগো, তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
শেখাও যে পথচলা
এরই পথ ধরে দাদিমনির সাথে কথা বলা
মাগো, তুমি যেমন বাড়ির ধারে
নিজের হাতে মাচা বানাও
লাউয়ের ডগা, সিম গাছের জন্য
তেমনই লাউয়ের মাচায়
দাদিমনি যত্ন করে সকাল সন্ধাবেলা।
মাগো, তোমার দুষ্ট ছেলেরা বাড়ী ফেরেনা সন্ধাবেলা
তোমাকেই মাঠের গরুগুলো আনতে হয় একেলা
তেমনই এক সন্ধাবেলা
গরু আনতে দাদিমনির পথচলা
মাগো, তোমার ঘরে ভালো কোন খাবার হলে
যেমন করে পাশের বাড়ির উপোশ করা ছেলেটাকে ডেকে বলো খাও বাবা
তেমনি দাদিমনির কাছে কেউ পায়না আবহেলা
মাগো, প্রতিটি সকাল বেলা হাঁস-মুরগির সাথে হয় যে তোমার কথা বলা
তেমনি করে দাদিমনি হাঁস-মুরগির সাথে করে খেলা।
লেখাটি ২৫৯১ বার পঠিত হয়েছে। ওরে বাপরে!!!
আমার জমা দেওয়া প্রথম কবিতাটাতে এডিট করে একটু পালটালাম ,নিয়ম অনুযায়ী ২৮ লাইনের মধ্যে রেখে ও সাথে সাথে কবিতাটার নামও পালটে "ভালবাসার পরাকাষ্ঠা " করলাম,যার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। সুতরাং আমার এই
"ভালবাসার পরাকাষ্ঠা "শীর্ষক কবিতাটাই আমার জমা দেওয়া
প্রথম কবিতা হিসাবে বিবেচনা করতে অনুরোধ করছি। এই অসুবিধেটা করলাম বলে ক্ষমা চেয়ে নিচ্ছি,আশা করি মার্জ্জনা করবেন।নমস্কারান্তে
http://www.bangla-kobita.com/samar/bhalobasar-parakastha/
এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়াতে এডমিন সাহেবকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
Post20140531100715
Post20140529110831
http://www.bangla-kobita.com/milon1952/post20140921081508/
http://www.bangla-kobita.com/dipankarbera/post20141021091444/
http://www.bangla-kobita.com/prithwis/post20141022034448/
এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি । আমি দুইটি কবিতার লিংক দিয়েছি । সেই মন্তব্যটি মুছে ফেলার অনুরোধ রইলো ।
http://www.bangla-kobita.com/chanchalkumar/post20141020052847/
http://www.bangla-kobita.com/orbachin/poem20130812044046/
http://www.bangla-kobita.com/orbachin/post20140920122228/
http://www.bangla-kobita.com/rahat78hossain/post20140725054746/
http://www.bangla-kobita.com/rahat78hossain/post20140803011146/
"ভালবাসা" বলতে কিরকম ভালবাসার কথা বুজানো হয়েছে।প্রেম নাকি যে কোন ভালবাসা।
Post20141015120842
ইতিপূর্বে আমি এই প্রকাশনার জন্য দুইটি কবিতার লিংক দিয়েছিলাম, কিন্তু ঐ লিংকে দেয়া দ্বিতীয় কবিতা “আমি এভাবেই তাকাই” ঘোষণায় দেয়া ০২ নং নিয়ম অনুসারে ১২ - ২৮ লাইন সীমা অতিক্রম করে গেছে, এতে যদি কোন সমস্যা না হয় তাহলে ঐ পোষ্টে দেয়া লেখা দুটোই আমার পছন্দ হিসাবে থাকুক, আর যদি সমস্যা হয় তাহলে ঐ লিস্টে দেয়া “আমি এভাবেই তাকাই” কবিতাটি পরিবর্তন করে “স্মৃতি” ও অন্য আরেকটি কবিতা “মোনালিসা”এই প্রকাশনার জন্য বিবেচনায় রাখা হোক, আন্তরিক ধন্যবাদ ...
স্মৃতি - http://www.bangla-kobita.com/hasanimti/poem20130822124436/
মোনালিসা - http://www.bangla-kobita.com/hasanimti/poem20130821020328
[email protected]
২১ শে ফেব্রুয়ারী বই প্রকাশনার উদ্দেশ্যে আমার ২য় নিবেদন
"ভালবাসার খোঁজে " কবিতাটা পাঠালাম,তার লিঙ্কটা হল-
http://www.bangla-kobita.com/samar/bhalobasar-khonje/
নাম, ঠিকানা, ছবি , ও জন্ম তারিখ এগুলো কি ভাবে জমা দেয়া যাবে জানালে উপকৃত হবো।
http://www.bangla-kobita.com/reazmahmud/poem20130421024007/
http://www.bangla-kobita.com/reazmahmud/poem20130422011229/
http://www.bangla-kobita.com/5678/post20141024111506/
২১ শে ফেব্রুয়ারী বই প্রকাশনাতে অংশ গ্রহণের উদ্দেশ্যে আমার প্রথম কবিতা " শ্রেষ্ঠ ভালবাসা " পাঠালাম,তার লিঙ্ক হল ----
http://www.bangla-kobita.com/samar/srestho-bhalobasa/
http://www.bangla-kobita.com/samar/srestho-bhalobasa/
১) www.bangla-kobita.com/00000909/post20140827073213/
২) http://www.bangla-kobita.com/00000909/post20140923034737/
http://www.bangla-kobita.com/saaad/post20141024121505/
http://www.bangla-kobita.com/anisur/poem20131220094158/
http://www.bangla-kobita.com/anisur/poem20131026101315/
www.bangla-kobita.com/lokmanrakib/post20141023085600/?s=published
'ভালবাসা'' কেন্দ্রিক কবিতা পাঠাতে হলে (২১শে ফ্রেব্রুয়ারী বই প্রকাশনার উদ্দেশ্য ) প্রথমে কি কবিতার আসরে প্রকাশ করতে হবে,তারপর আপনাদেরকে লিঙ্ক জানাতে হবে ? একটু সহযোগিতা করুন ,খুব বাধিত হব । নমস্কারান্তে
লিঙ্ক ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না,লিঙ্ক কি করে তৈরি করবো,একটু বলে দিলে ভাল হয়।আর একটা কথা--আমাদের এখানে সমর চট্টোপাধ্যায় নামে আর একজন কবি আছে,এখানে
বিভিন্ন পত্রিকায় দুজনে একইসঙ্গে কবিতা দেওয়াতে বিভ্রান্তি ও
নানারকম অসুবিধা দেখা দিচ্ছিলএবং অপরজন নামে কিছু অদল বদল করতে রাজি না হওয়াতে বাধ্য হয়ে আমি আমার নামে সামান্য একটু বদল ঘটিয়েছি,সমর চট্টোপাধ্যায়ের জায়গায় সমর শঙ্কর চট্টোপাধ্যায় সব জায়গায় করা হচ্ছে। আসলে আমার ভাল নাম সমর আর ডাক নাম শঙ্কর,তাই দুটো মিশিয়ে সমর শঙ্কর করেছি।।এই অসুবিধের থেকে মুক্তি পাবার জন্য আপনার ওখানেও আমার প্রোফাইলে নামটা বদল করতে চাই। সেইজন্য প্রথমত আপনার অনুমতি চাই,দ্বিতীয়ত
অনুমতি পেলে কি করতে হবে জানালে বাধিত হব। আপনার
সহযোগিতা একান্ত কাম্য।
1) http://www.bangla-kobita.com/amitavsur/post20140528053750/
2) http://www.bangla-kobita.com/amitavsur/post20141020053207/
Asslamu-Alaiku Admin...Ami Aj 1 Mas Holo Kobita Lihkci...
jodi Paren Tahole Asa Kori Amar Kobita Gula Dehkben
www.bangla-kobita.com/aktaruzzaman/post20141023114333/
www.bangla-kobita.com/aktaruzzaman/post20141022121502/
[email protected]
01776413063
আগে "অপরূপা" লিঙ্ক জমা করেছিলাম। যেহেতু দুটি কবিতা জমা করা যাবে তাই আর একটি লিঙ্ক জমা করছি Selection এর জন্য। এগুলো কোনোও প্রিন্ট মিডিয়ায় ছাপা হয় নি।
http://www.bangla-kobita.com/sankar/poem20140329121620/
1. http://www.bangla-kobita.com/subrata/subrata-samanta-kobita-1000/
2. http://www.bangla-kobita.com/subrata/subrata-samnata-1002/
মহাশয় এডমিন,
আমি আপনার কাছে প্রশ্ন রাখছি দু'টি কবিতার মধ্যে প্রকাশ করা হবে একটি কবিতা কী দু'টিই ।
আপনার উত্তরের আশায় রইলাম ।
আমি এখানে তিনটি কবিতার লিঙ্ক জমা দিয়েছি, তেমন কোনো অসুবিধা থাকলে দু'টি কবিতার লিঙ্ক বাতিল করতে চাই ।
দয়া করে জানাবেন ।
ধন্যবাদ ..................
http://www.bangla-kobita.com/dk/post20141023023704/আমার লিঙ্কটা দিলাম। এডমিনকে অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা।
http://www.bangla-kobita.com/rodrachaya/post20141023012947/
http://www.bangla-kobita.com/rodrachaya/post20141012022238/
উজ্জ্বল সরকার
ইমেইল: [email protected]
ধন্যবাদ
http://www.bangla-kobita.com/shimanto/post20141023083912/
বইয়ে প্রকাশের জন্য আমার লেখা দুটি কবিতার লিংক দিলাম। ছাপা হলে আমার পথ চলা নতুন করে আবার শুরু হবে নতুন গতিতে। আর বই মেলায় এক কপি বই হাতে পাওয়ার অপেক্ষায় থাক্লাম।শুভ কামনা রইল।
http://www.bangla-kobita.com/mhsohel/opekkha/
http://www.bangla-kobita.com/mhsohel/choleesho/
ছবি টা কোথায় কিভাবে দেব? এখানে তো মন্তব্যের জায়গায় ছবি দেয়ার অপশন নাই
1. http/www.bangla kobita.com/joysundarmitra/post 201440619125919
2. http/www.bangla kobita.com/joysundarmitra/post 20140709054411
হে মহামান্য এডমিন মহোদয়,
নিম্নে আমি আমার একটি কবিতা বাছাইয়ের জন্যে লিংক দিলাম। ধন্যবাদ
Post20141023075718
প্রথমেই অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের মহতী উদ্দেশ সফল হোক।
আপনি সবার সেরা সেরা কবিতা গুলোই পোস্ট করার অনুরোধ করেছিলেন,তাই আমি আমার পছন্দের দুটা কবিতাই দিলাম।
আর আশা করি কবিতার কমেন্টের দিকে না তাকিয়ে মুল কবিতাকেই বিচার করবেন।আপনাদের কাছে সঠিক মুল্যায়ন আশা করছি।কথায় কোন ভুল হলে মার্জনা করবেন।
1........ www.bangla-kobita.com/jonaidahmed/post20141023032411/
2........ http://www.bangla-kobita.com/jonaidahmed/post20141022090533/
http://www.bangla-kobita.com/saaad/post20141023053024/
আমার ভুল না হলে কম বেশী ৯৮ জন ইতিমধ্যে লেখা জমা দিয়েছেন ~ আর বাকী ৮ দিন ,আর হিসেব মতে ১১০ জনের কবিতা ছাপা হবে , মনে হচ্ছে কেউ বাদ নাও পড়তে পারেন ~ টেনশান ভুলে যান প্রিয় কবি বন্ধুরা ~সবার জন্যে শুভ কামনা রইল ~
http://www.bangla-kobita.com/lokmankhan/post20141023035509/
http://www.bangla-kobita.com/benu63/post20140810064756/
http://www.bangla-kobita.com/benu63/post20140830041458/
http://www.bangla-kobita.com/kabir/post20140819103743/
http://www.bangla-kobita.com/kabir/poem20140216040712/
আপনাদের রেকর্ডে যে ছবি আছে তাতেই হবে কি ? নাকি নূতন কিছু দিতে হবে, দইয়া করে জানাবেন।
http://www.bangla-kobita.com/bibhuti/poem20130704120251/
http://www.bangla-kobita.com/bibhuti/post20140908013212/
প্রকাশিত কবিতার নিচে কবি-পরিচিতি হিসেবে যা থাকা বলে মনে করি, তা হলো-
একটি ছবি
নাম (যে নামে কবি পরিচিত হতে চান)
পিতার নাম
জন্ম তারিখ
শিক্ষাগত যোগ্যতা (জরুরী নয়)
বর্তমান ঠিকানা
মোবাইল/টেলিফোন নম্বর
ই-মেইল এড্রেস
সাধু ও চলিত ভাষা প্রসঙ্গে প্রিয় এডমিনের বক্তব্যের সাথে সহমত হতে পারলাম না। কবিতার ছন্দের প্রয়োজনে অর্থাৎ ছন্দ-মাত্রার প্রয়োজনে এ অপকর্মটি (সাধু ও চলিত মিশ্রন) রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দিন প্রমূখসহ বহু স্বনামধন্য কবিগণ করেছেন। এহেন মিশ্রণ কবিতায় দোষের নয়।
প্রচলিত ছন্দধারায় লিখলে কোন কবিতায় কোন কোন কবিতায় এ মিশ্রণ হতেই পারে। বিশেষ করে 'মাত্রাবৃত্ত' ছন্দে।
ভালো থাকুন প্রিয় এডমিন।
'ভালোবাসা' কাব্য সঙ্কলনের সুন্দর ও সাফল্য কামনা করছি।
http://www.bangla-kobita.com/sushilroy/poem20130329122205/
সংকলনের জন্য আমার কবিতান
মাসুম মুনাওয়ার
ইমেইল - [email protected]
http://www.bangla-kobita.com/01674619277/post20140910012836/
http://www.bangla-kobita.com/sushilroy/poem20140120011803/
খুব ভাল উদযোগ।আমি ও লেখা দিব।কেমনে দিব?
কবিতার চেয়ে কবির পরিচয়টি কেন মূখ্য হয়ে উঠল বুঝতে পারছি না । কাব্য গ্রন্হের শ্রী যাতে বিনষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে । তবে কাব্যের শেষে কবিতার ক্রমানুসারে কবির পরিচয়টি (সঠিক এবং সত্য) প্রকাশ করা যেতে পারে । মনে রাখতে হবে, প্রয়োজন না থাকলে কেউ ছদ্মনামে লেখে না । মিলিয়ন ডলারের প্রশ্নটি কিন্তু কেউ করেছেন বলে চোখে পড়েনি । আসর থেকে প্রকাশিত কবিতা কবি পরবর্তীতে তাঁর কোন কাব্যে ইচ্ছা করলে প্রকাশ করতে পারবেন কিনা ? তা জানা দরকার । প্রশ্নটি যুক্তিসংগত হলে উত্তর কামনা করছি । সবাইকে ধন্যবাদ ।
[email protected]
কবিতা আগেই দিয়েছি। তবে ছবি কিভাবে পাঠাবো?
আমি ও দিলাম -
(১) http://www.bangla-kobita.com/shubro/post20140605121948/
(২)http://www.bangla-kobita.com/shubro/post20140827102537/
ইমেইল-> [email protected]
বিস্তারিত যদি দরকার হয় তা হলে এডমিন কে ইমেল জানাতে পারি ।
শ্রদ্ধয় এডমিনকে প্রথমে মহত্ উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সুপ্রিয় এডমিন আপনার কাছে(কবি পরিচয়) সম্পর্কে আমি একটি প্রস্তাব রাখতে চাই,যদি সম্ভব হয়। আসরের সকল কবিদের আসল নাম,ঠিকানা,জন্ম তারিখ, নিজ ছবি (কবির বর্তমন অবস্থা) প্রোফাইলে মজুত থাকে।তাহলে একজন কবি ভিন্ন ভিন্ন নামে কবিতা হয়তো লিখতে আর পারবে না।প্রস্তার'টি বাস্তবায়ন হয়ে আমার সবাই সবার পরিচয় জানাতে পাড়ব।প্রিয় এডমিন আপনার উওর আশা করছি। সবশেষে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।সব সময় ভালো থাকবেন।
http://www.bangla-kobita.com/dipankar/post20140729060235/
http://www.bangla-kobita.com/dipankar/poem20131024115808/
বকি তথ্য - নাম, ছবি , ঠিকানা, কি ভাবে জমা দিতে হবে ?
http://www.bangla-kobita.com/arpitac/priyerproti/
http://www.bangla-kobita.com/arpitac/priyerproti2/
কবিতার সাথে ইমেইল এড্রেস দিতেই হবে?
http://www.bangla-kobita.com/sankar/poem20140311050118/
কবিতা লিংক---http://www.bangla-kobita.com/indronil/post20141018052203/--যে বই আপনারা প্রকাশ করতে চলেছেন তার উদ্দ্যেশ্যে নিচের কবিতাটি ...এই প্রচেষ্টাকে আমি আন্তরিক ভাবে সাধুবাদ জানাচ্ছি ---কবিতার আসরে আগে পোস্ট করেছি ---আবার নিচে দিলাম ----আমার নাম এবং ঠিকানা--ইন্দ্রনীল ব্যানার্জী,দুর্গাপুর,বর্ধমান , পশ্চিমবঙ্গ ---জন্ম তারিখ--১৪/০৭/২০১৪ ---
খেয়ালী
ইন্দ্রনীল
লগারিদমের কঠিন নিয়মের বাইরে তোমায় দেখতে চাই সুমনা
জানি জীবাশ্ম শহরে প্রেম বিপননের আসরে
তবুও সূর্য ,আকাশ সত্য এখনও
পিরামিডের মাঝে বন্দী তুমি জানি
তবুও সব বেড়াজাল ছেড়ে চল বেরিয়ে পড়ি
অসীমের মাঝে রামধনু পিপাসা মিটিয়ে ফেলি
যে রিংটন বাজে প্রতিদিন
আজ ছুটি দিতে চাই তাকেও একবার
চল আরও একবার পাল্টে ফেলি
উজানে বেয়ে চলা নৌকার গতিমুখ
অফিসের ব্যাগ,ভীড় যানজট
ফাইলের বোঝা ,ঘরে ফেরার তাড়া
এই শামুক জীবন ছেড়ে
চল হারিয়ে যাই আরও একবার
আমাদের দুটি পা ছুয়ে যাক আরও একবার
যে পথে কোনো একদিন চলেছিলাম দুজনে
ইন্দ্রনীল,---১৮/১০/২০১৪
http://www.bangla-kobita.com/indronil/post20141018052203/--এই লিঙ্ক এ আমার কবিতা ''খেয়ালী'' প্রকাশের জন্য post করেছি
বাংলা কবিতার একটি সংকলন, বহুদিনের একটি চাওয়া আজ আলোর মুখ দেখতে চলেছে, অকুণ্ঠ শুভেচ্ছা রইল এই উদ্যোগের জন্য ... আমার লেখা ও বাংলা কবিতায় ইতিপূর্বে প্রকাশিত দুটি কবিতার লিংক দিলাম এই আয়োজনের জন্য ...
কবিতার নামঃ স্মৃতি
লিঙ্কঃ http://www.bangla-kobita.com/hasanimti/poem20130822124436/
কবিতার নামঃ আমি এভাবেই তাকাই -
লিঙ্কঃ http://www.bangla-kobita.com/hasanimti/poem20140227120310/
আমি আপনাদের ফেসবুকের একাউণ্টে একই মেসেজ দিয়েছি। এখানেও দিচ্ছি। আমি এই সাইটের একজন অন্যতম লেখক। আমি কবিতার বই প্রকাশে ইচ্ছুক। আমি বিজ্ঞপ্তিটি পড়েছি । ফলাফল কিভাবে জানব? সেটা জেনে, সব বিষয় পরিস্কার হয়ে, তারপর লিঙ্ক বই প্রকাশ করতে দিব। আর নির্বাচিত না হলেও কি আপনারা একটা সম্পূর্ণ বই প্রকাশ কি করে দেবেন আমার ! জানাবেন কি!
আমি দুঃখিত ২য় কতিার লিঙ্ক দেয়নি,
এই হল ২য় কতিার লিঙ্ক
http://www.bangla-kobita.com/mdsumon837/post20140726105804/
আমার ২য় কবিতা ,,,,,
তুমিহীন আমি
- মোঃ সুমন
কোন এক সময় ভেবেছিলাম সুখেই-সুখে দিনগুলো হয়ে যাবে শেষ
সেই ভাবনা মিথ্যে হল এখন আমার কষ্টের নাই কোন শেষ
আমার সাথে বরাবরই এমন কেন হয়
কোন অশুভ শক্তি গ্রাস করেছে আমায়
তার কি নেই পরাজয় ?
আমার সাথেই বরাবরই………………..নেই পরাজয় ?
ভাবিনি কোনদিন কোনভাবে বাঁচবো আমি তুমিহীন
তবুও আজ বেঁচে আছি হয়ে গেছি কঠিন
তবে ভুলিনি আজও তোমায়
বসত করে আছো মণিকোঠায়
শূণ্য করে এই হৃদয়
আমার সাথে বরাবরই………………..নেই পরাজয় ?
সপ্নরা আজ তাড়া করেনা তোমায় দেখবে কখন
আমি আজ তোমার নই এটাই হয়ত কারণ
কেন তুমি ছেড়ে গেলে আমায়
একটুও ভাল কি বাসিনি তোমায়
কেন খেললে নিয়ে আমায়
আমার সাথে বরাবরই………………..নেই পরাজয় ?
ছেড়ে গিয়ে আমায় তুমি কি পেয়েছ জানিনা
জেনে নাও আগের সুখ তুমি আর পাবেনা
জানিনা কি দোষ ছিল আমার ভালবাসায়
ভালবেসে আজ আমি বড় অসহায়
বলতে পারবে কেন ঠকালে আমায়
আমার সাথে বরাবরই………………..নেই পরাজয় ?
http://www.bangla-kobita.com/mdsumon837/post20140531034435/
জোত্স্না///
আঁকতে চেয়েছিলাম একটা মস্ত বড় আকাশ
পারিনি, পারিনি ফিরিয়ে দিতে সেই মুক্ত আকাশ/
সবুজ ধানের ক্ষেতে বয়ে যেত যে বাতাস
আনতে পারিনি, বড় বিষাক্ত সেই বাতাস/
যে মাঝিটা রোজ নিয়ে যেত মেঘনার ওপারে
বিনি পয়সায় তোমার মুখে হাসি দেখার তরে/
ও বলতো “ দিদিমনি তোমার হাসি জোত্স্নার মতো,
শুধু ঝরে আর ঝরে” ও হারিয়ে গেছে বুদবুদের মতো/
বিকেলে ধরে দিতে হতো ফড়িং প্রজাপতি আর,
একটা বাচ্ছা কাঠবেড়ালি এটা ছিল নতুন আবদার/
সবই হতো ইচ্ছেমত একেবারে মনের মতন,
মরে যেত, ওরা সইতে পারতনা এত আদর যতন/
তারপর মারামারি কাটাকাটি হয়ে গেল দেশ ভাগ
হারিয়ে গেল ফুরিয়ে গেল মান অভিমান আর রাগ/
এখনো ইচ্ছা করে জলের মধ্যে ডুব সাঁতার দিই
খেজুর গাছে উঠে পাটকাঠি দিয়ে রস শুষে নিই/
ভাবনা গুলো স্বছ জলে চিরিক দেওয়া মাছের মতো
আসে আবার কথায় চলে যায়, মিলিয়ে যায় ক্ষত/
পূর্নিমা এলে আকাশের দিকে চেয়ে থাকি সারাক্ষণ
চাতকের মতো জোত্স্না খেয়ে ভরিয়ে ফেলি মন//
স্মৃতির পাতা উড়তে উড়তে সামনে এসে যখন পড়ে
জল থই থই বুকের মধ্যে বৃষ্টি ধারা অঝোর ঝরে//
অসিত রায়
স্মরণে
তোমার যাওয়া পথের মাঝে, এখনো আলো রয়ে গেছে
এই বুকেতে আজো আছো বেঁচে/ (বেঁচে থাকো)
এখনি হয়তো পথের বাঁকে বলবে তুমি হাসি মুখে
কেমন আছো ? আছো কেমন ?
গাইতে গাইতে সেই চেনা গান,দেখতে দেখতে স্বপন/
বাইতে বাইতে খেয়া, ক্লান্তি আসবে যখন/
তখনি হয়তো গানের সুরে বলবে তুমি হাসি মুখে,
স্বপ্ন এনেছি স্বপ্ন নতুন/
লিখতে লিখতে কবিতা, ভাবতে ভাবতে গল্প
হারাই কথার ভিড়ে খুঁজে ফিরি সেই শব্দ/
তখনি হয়তো হাজির হয়ে বলবে তুমি হাসি মুখে,
শব্দ এনেছি শব্দ নতুন/
অসিত রায়
১) কুহেলিকা
http://www.bangla-kobita.com/indroneer/kuhelika/
2) হারানো লাল ছাতা
http://www.bangla-kobita.com/indroneer/haranolalchhata/
1:--
www.bangla-kobita.com/rezaul4000/poem20140415021613/
2:---
www.bangla-kobita.com/rezaul4000/poem20140417014045/
মাননীয় মডারেটর,
অনেককেই এখানে কবিতা সহ পোস্ট দিতে দেখলাম।
আমি তা করছি না কেবল দু'টি প্রশ্নের জবাব চাইছি -
১) ছড়া টাইপের একটি কবিতা, তেমন বড় নয় কিন্তু লাইনে বেশী হয়ে যাচ্ছে। এখানে দেয়া চলবে কি না? চাইলে কাট-ছাটও করা যায়। দয়া করে দেখবেন কি ওই কবিতাটি বই প্রকাশনার কাজে চলবে কি না? লিঙ্ক - http://www.bangla-kobita.com/oniruddho/post20141021114615/
২) 'অনিরুদ্ধ বুলবুল' ছদ্মনামেই আমি লিখি, ছদ্মনামে বইও প্রকাশিত হয়েছে। কবিতা নির্বাচিত হলে ছদ্মনামেই রাখতে চাই (অবশ্যই প্রকৃত নাম এবং ছবি দেবো) তবে নিজের কোন ছবিও আসল নাম প্রকাশ করতে চাই না।
এই দু'টি বিষয়ের জবাব পেলে আমার লিঙ্ক পাঠাব।
ধন্যবাদ।
http://www.bangla-kobita.com/jasim73/post20140707091019/
http://www.bangla-kobita.com/jasim73/post20140624101458/
এটা দারুন খবর, এডমিনকে ধন্যবাদ।
আমার প্রথম পছন্দ এটা...১)http://www.bangla-kobita.com/mrmithu/poem20130325125214/
২)http://www.bangla-kobita.co/mrmithu/post20140528122308/
বইয়ে প্রকাশ করার মতো কাব্যগুন এই লেখা দু'টোয় আছে কিনা জানিনা, খুব ভয়ে ভয়ে দিলাম।
আমি ভুল করে যে কবিতা খানি জমা দিলাম সেটি ভাল্বাসা কেন্দ্রিক নয়।ঐ পোষ্ট মুছা জাচ্ছে না।তাই,নতুন করে আবার জমা দিলাম।।এগুলি ভালবাসা কেন্দ্রিক।অনিচ্ছাক্রিত ভুলের জন্য ক্ষমা চাই
চিঠি-http://www.bangla-kobita.com/swarna/post20140828124154/
মধুচন্দ্রিমা-http://www.bangla-kobita.com/swarna/post20140824122413/
বাছাইকৃত কবিতার কবিদের নাম তো প্রকাশ করতে হবে আগে।
মাননীয় এডমিন আগেই একটা দিছি।।।
তোমায় নিয়ে কিছু লিখব বলে_bangla-kobita.com/01774470214/post20141021085017
প্রিয় এডমিন , আমার ২য় কবিতার লিংক দিলাম।
আমার পুরো নাম এবং ছবি আগে থেকেই আমার প্রোফাইলে মজুত আছে। ধন্যবাদ।
http://www.bangla-kobita.com/sritarun/post20141021075105/
http://www.bangla-kobita.com/hossainamrul/post20141003060531/
http://www.bangla-kobita.com/hossainamrul/post20140809015413/
সুন্দর উগ্যোদ নেওয়ার জন্য ধন্যবাদ। ৫ নং শর্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই লেখাটি অন্য কোন সাইটে প্রকাশ পেলেও তো চলবে তাই না?
http://www.bangla-kobita.com/jhorna003/post20140925110304/
http://www.bangla-kobita.com/jhorna003/post20140924023119/
কবিতা লিখাতে বরাবরই ভাবুক হইনি। লিখতে পারি কতটুকু তাও জানি না। আর নিজের গুলো বাছাইয়ে তো অসহ্য হই, তবুও দিলেমঃ
১ : http://www.bangla-kobita.com/siamul/post20140804111415/
২ : http://www.bangla-kobita.com/siamul/post20140924114145/
1) http://www.bangla-kobita.com/bandhutanmay/post20140703040026/
2) http://www.bangla-kobita.com/bandhutanmay/post20140809024937/
http://www.bangla-kobita.com/ferriwalla/poem20130823030523/
http://www.bangla-kobita.com/debarata/post20141020011551/
http://www.bangla-kobita.com/debarata/poem20130913061625/
1) http://www.bangla-kobita.com/mimi/poem20130330031415/
2) http://www.bangla-kobita.com/mimi/poem20130424043024/
মোঃ মজিবুর রহমান
http://www.bangla-kobita.com/mojibur64/poem20140417124905/
http://www.bangla-kobita.com/mojibur64/poem20130629124443/
http://www.bangla-kobita.com/mukherjs/post20141019082036/
http://www.bangla-kobita.com/mukherjs/post20141020040718/
ভবানন্দ মন্ড্ল
http://www.bangla-kobita.com/khandotto/poem20130816011914/
http://www.bangla-kobita.com/khandotto/poem20130307011031/
http://www.bangla-kobita.com/buddhu52/post20140511121658/
http://www.bangla-kobita.com/buddhu52/post20140627043519/
আমার দু'টি কবিতাও জমা দিলাম বইয়ের জন্য:
http://www.bangla-kobita.com/pallab/ochinpur/
http://www.bangla-kobita.com/pallab/nirobodhi/
http://www.bangla-kobita.com/meghrat/post20140929103052/
http://www.bangla-kobita.com/meghrat/post20140918074212/
http://www.bangla-kobita.com/akkarfa/post20140801011430/
http://www.bangla-kobita.com/akkarfa/post20140829123336/
http://www.bangla-kobita.com/aghun67/post20141019074849/
http://www.bangla-kobita.com/aghun67/post20141020062532/
http://www.bangla-kobita.com/kamal/poem20131224044146/
http://www.bangla-kobita.com/kamal/poem20140226031251/
ধন্যবাদান্তে...
http://www.bangla-kobita.com/sukhendu/poem20130620083357/
http://www.bangla-kobita.com/hadirakib/poem20130501121920/
http://www.bangla-kobita.com/hadirakib/poem20130412045205/
http://www.bangla-kobita.com/mitathepoet/poem20140424121022/
http://www.bangla-kobita.com/mitathepoet/poem20130903011657/
১) http://www.bangla-kobita.com/ajiteshthepoet/poem20130803121236/
২) http://www.bangla-kobita.com/ajiteshthepoet/post20140816124250/
http://www.bangla-kobita.com/sukhendu/post20140816120754/
http://www.bangla-kobita.com/ahanachak/poem20130819013838/
http://www.bangla-kobita.com/ahanachak/poem20130523025226/
আগের প্রকাশিত কবিতা থেকে কি Selection হতে পারে ?
http://www.bangla-kobita.com/rikta55555/post20140530031107/
http://www.bangla-kobita.com/rikta55555/post20140609045154
তুমি যে----- Bangla-kobita.com/01774470214/post20141020014612
Post20141020011551
আরশিতে আকাশের চাঁদ
- বালুচর
ভালবাসার পল্লবিত শাখায় নক্ষত্রের সমীকরণ
আরশিতে আকাশের চাঁদ
যুগলবন্দি ধুমকেতুঃ
রাহুর আগ্রাসনে
পূর্ণচন্দ্রে আচমকা নেমে আসা অবসাদ।
পুঞ্জীভূত স্বপ্নরাশি খুঁজে ফিরে পথঃ
হঠাৎ আছড়ে পড়া ঘূর্ণিঝড়ে বিপদগ্রস্ত নাবিক
লণ্ডভণ্ড উপকূল।
গাছের শাখা-প্রশাখা, গৃহপালিত পশু। আর-
নিস্তেজ, খণ্ড-বিখণ্ড
মানুষের অভিলাষ।
ক্যালকুলাসের খাতায় তখনও একাকি পড়ে
সরল সমীকরণ, বাইনারি মেথড আর
গুটি কয়েক সমকোনী ত্রিভূজ।
নক্ষত্র আর ভালবাসার অমীয় বন্ধন
গৃহহারা অমাবশ্যায়
স্ফীত প্রজ্জ্বলিত জোছনার আলো
ফ্যাকাশে-বাদামী রঙে স্থবির নীলাকাশ
ভালবাসার অস্পষ্ট আলোয় তখনও
প্রতীক্ষায় যেন আকাশের চাঁদ।
1)http://www.bangla-kobita.com/rupakbidhoutsadhu/post20140603081932/
2/http://www.bangla-kobita.com/rupakbidhoutsadhu/post20140529122732/
http://www.bangla-kobita.com/ihsajib/post20141020010344/
Poem20130913061625,
http://www.bangla-kobita.com/sdoularobin/post20140904040013/
1) http:\www.banglakobita.com\mallika\poem20140826053153\
2)http:\www,banglakobita.com\mallika\poem20140606071937\
তোমারই আশাতে
- সুখেন্দু মাইতি
আজ কিছু বলব তুমি যদি শোনো ,
এই মন কেনো ভালোবাসে তুমি কি জানো ?
এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ,
কতো আশা স্বপ্ন দেখে যায় ...............।
আমার এই ভালোবাসা তোমারই,
রাত দিন স্বপ্নের সাগরে সাঁতারি
যদি তুমি এমনের গভীরতা বুঝতে
স্বপ্ন বলে কিছু থাকত না রাতে ।
কবে তুমি আসবে স্বপ্ন ছেড়ে ,
যা কিছু বলেছি সত্যি করে
শুধু স্বপ্ন নয় এ মন তোমায় ভালোবাসে;
আশায় আমার দু'টি চোখ স্বপ্নে কেবল ভাসে ।
{___--%--___}
১) http://www.bangla-kobita.com/swachak/poem20140302090632/
২) http://www.bangla-kobita.com/swachak/post20140806035033/
১) হাতে হাত ধরে ঃ-
www.bangla-kobita.com/jayasree/post20140610014913/
২) ভালোবাসার আলো ঃ-
www.bangla-kobita.com/jayasree/poem20131209120043/
সুপ্রিয় এডমিন,
খুব-ই ভাল উদ্যোগ । সাধুবাদ না দিয়ে পারছিনা । আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা । এই কবিতার আসরে আমার প্রকাশিত কবিতাগুলি থেকে দুটি কবিতা পাঠালাম । একুশে বই মেলায় আমার আত্মপ্রকাশ ঘটবে কিনা জানিনা তবে বইটি সংগ্রহ করতে ভুলব না । আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ।
উদ্যোগ অত্তন্ত প্রশংসার দাবি রাখে। এমন উদ্যোগের প্রতীক্ষা ছিল সকল কবিদের। তাই এই উদ্যোগের জন্য প্রথমে সকলকে ধন্যবাদ জানাই। কিন্তু উদ্যোগের উদ্দেশ্য দেখে মনে হচ্ছে এমন একটি বই প্রকাশ করা হবে যেটা পাঠক প্রিয়তা পাবে। জনপ্রিয়তা একটি মরিচিকা মাত্র। কেন এর পিছে ছোটা তা আমার কাছে বোধগম্য নয়। একটি বই প্রকাশ করা হবে কেন তা আসরের কবিদের সেরা লেখা গুলো নিয়ে হবে না তা আমার মাথায় ধরছে না। ভালোবাসার কবিতা অর্থই যে কি তাও আমার জানা নেই। এটা যদি নারী পুরুষের ব্যক্তিগত প্রেম নিয়ে হয় তবে তা অবশ্যই হাস্যকর। কবিতা এমন একটা শিল্প যা মানুষের চেতনা নিয়ে কাজ করে। কোন ভাবেই তা বিনোদনের মাধ্যম নয়। বাজার কেন্দ্রিক মানসিকতা নিয়ে কবিতা প্রকাশনা কোন ফল বয়ে আনবেনা।
আর এই প্রকাশনার জন্য কবিতা বাছাই কারা করবেন তাদের তালিকাটাও জানা প্রয়োজন। যদি সংখ্যা তত্ত্বের ভিত্তিতে হয় অর্থাত যারা অধিক সংখ্যায় কবিতা লিখেছেন তারাই বিচারক তবে তাতে আপত্তি তোলার সংগত অনেক কারন রয়েছে। এই আসরে কবিতায় অন্তমিল আছে কি নেই সেটা নিয়ে স্পষ্ট দুট ভিন্ন মতের অস্তিত্ত্ব আছে। ইতিপূর্বে আমি দেখিছি বিচারের দুঃখ জনক অবস্থা। আধুনিক কবিতার ধারনা নিয়েও অনেক এর মধ্যে ভিন্ন মত রয়েছে। গদ্য ধরনের কবিতা অনেকেই দু চোখে দেখতে পারে না। এমতাবস্থায় কাদের হাতে লেখা পরবে আর তার কি বিচার হবে সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকা আবশ্যক।
কবিতার বই প্রকাশের দাবি বিভিন্ন সময়ে বিভিন্ন কবি আলোচনাতে এনেছেন। কিন্তু প্রকাশের এই সিদ্ধান্ত নেবার পূর্বে প্রকাশনার বিভিন্ন দিক নিয়ে কোন আপনার মতামত দিন জাতীয় লেখা চোখে পরেছে বলে মনে পরে না। অবশ্য আমি মাঝে বেশ কিছুদিন আসরে সময় দিতে পারি নি যদি এর মধ্যে এ জাতীয় আলোচনা হয়ে থাকে তবে ভালো, তা না হলে এটা জানার ইচ্ছে রাখি কারা আলোচনা করে বই প্রকাশ সিদ্ধান্ত নিয়েছেন ও এর বিষয় নির্বাচন করেছেন।
প্রকাশনা একটা গুরুত্বপূর্ণ কাজ। তাড়াহুড় করে যেনতেন একটা কিছু প্রকাশ করাটা সমীচীন হবে না বলেই আমি মনে করি। কেউ রেসপন্ড করলে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।
http://www.bangla-kobita.com/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE/poem20110717043122/
কবি পরিচিতির জায়গা না থাকলে অন্তত নিচে এভাবে দেয়া যেতে পারেঃ-
কবীর হুমায়ূন
মিরপুর ,ঢাকা, বাংলাদেশ
e-mail : humayun [email protected]
প্রবাসী কবিদের ক্ষেত্রে---
সুবীর কাশ্মীর পেরেরা
(বাংলাদেশ)
বাল্টিমোর , ইউ,এস, এ,
e-mail : [email protected]
রাজাশংকর মিত্র
(ভারত, পশ্চিমবঙ্গ)
ভেনিস , ইটালী
e-mail : rajashangkor @ gmail.com
আরো রাখা যেতে পারে আসর সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য ---
কবি অমুক ১ বছর ৩ মাস কবিতা আসরে আছেন , এখানে তাঁর প্রকাশিত কবিতার সংখ্যা -২০৩
সবার উৎসাহ এক জমজমাট আয়োজনের দিকে ছুটছে --দারুন --ধন্যবাদ সবাইকে ~ অশেষ ধন্যবাদ প্রিয় ব্যস্ত এডমিন ~
সুপ্রিয় এডমিন মহোদয় দুটো কবিতা জমা দিলাম । লিঙ্ক :
http://www.bangla-kobita.com/nil/nil339/
http://www.bangla-kobita.com/nil/nil346/
http://www.bangla-kobita.com/iamshyamal1962/post20140803080032/
http://www.bangla-kobita.com/iamshyamal1962/post20141015112302/
http://www.bangla-kobita.com/rahageer/post20140620012258/
http://www.bangla-kobita.com/rahageer/post20140624045557/
http://www.bangla-kobita.com/santoshkrbanerjee/post20140804103432/
http://www.bangla-kobita.com/santosh kr banerjee/post20140925104250/
http://www.bangla-kobita.com/akgpoetry/post20140526010023/
http://www.bangla-kobita.com/akgpoetry/post20140708115934/
কথোপকথন
তুমি বললে বৃষ্টি ভাল,আমি বললাম ঝড়
ঘণ্টা খানেক ঝগড়া হল, মিল হল তারপর।
আমি বললাম পাহাড় ভালো, তুমি বললে ঢেউ
তুমুল ঝগড়া রাত দুপুরে,হাল ছাড়েনা কেউ।
আমি বললাম মিষ্টি তুমি,তুমি বললে তুমি
আমি ভাবলাম লাজুক আমার,প্রেমের চারণভূমি।
আমি বললাম ঝগড়ুটে মেয়ে,তুমি বললে জানি
আমি বললাম রাগ করেছও ? এতই অভিমানী ?
তুমি বললে মেঘলা দুপুর,আমি বললাম তারা
তুমি বললে প্রেমী দুপুর রাতটা ছন্নছাড়া ।
আমি বললাম তিস্তা তুমি,তুমি বললে মন
এদিক ওদিক দুদিকই চুপ একলা টেলিফোন।
আমি বললাম কোথায় তুমি ? তুমি বললে পাশে
রাতদুপুরে প্রেমের চুমু ঘুমের অবকাশে।
তুমি বললে জড়িয়ে ধরো,আমি বললাম জান
তুমি বললে ভালোবাসি। হৃদির মাঝে স্থান।
আমি বললাম,আমিও তোমায়.... !তুমি বললে দামী ?
আমার জন্য তুমি আর তোমার জন্য আমি।।
http://www.bangla-kobita.com/soubhanik/post20140723060205/
http://www.bangla-kobita.com/kawsik/post20140908114419/
http://www.bangla-kobita.com/kawsik/post20140923121521/
ভালোবাসা মানে
- কৌশিক আজাদ প্রণয়
ভালোবাসা মানে তোমাতে আমাতে আবেগের ঢেউ খেলা
তোমায় নিয়ে অকারণ শত কবিতা লিখে ফেলা।
ভালোবাসা মানে হৃদয় পটেতে তোমার ছবিটি আঁকা
কফির পেয়ালা ফুরিয়ে গেলেও মুখোমুখি বসে থাকা।
ভালোবাসা মানে মিছিলে মিছিলে দ্রোহের শব্দ বোনা
সাম্য স্বপ্নে বিভোর কবির উৎকণ্ঠিত যাতনা।
ভালোবাসা মানে তোমার ওষ্ঠে উষ্ণ চুমুর ছোঁয়া
ওড়না ঢাকা তোমার বুকে দৃষ্টি গ্রথিত হওয়া।
ভালোবাসা মানে গণসংগীতে জাগরনি সব গান
মাঝ রাত্রিতে মুঠোফোনে পাওয়া তোমার আওভান।
ভালোবাসা মানে অভিমান নিয়ে বুকে জমা করা নিকোটিন
বিপ্লবী বেশে দ্বিধাহীন বলা- ভালোবাসি তোমা সীমাহীন।।
তুমি আছো তাই
- কৌশিক আজাদ প্রণয়
তুমি আছো তাই শ্রাবণ আকাশ ভরে গেলো রোদ্দুরে
তুমি আছো তাই শত শত গান ডায়েরীর পাতা জুড়ে।
তুমি আছো তাই ধর্ম মন্ত্রী প্রেমের কবিতা পড়ে
তুমি আছো তাই পাড়ার নেতারা রাজপথ ছেড়ে ঘরে।
তুমি আছো তাই স্নিগ্ধ শীতল অঙ্গার দহনে
তুমি আছো তাই বিরাট কোহেলি মাঠ ছেড়ে প্যাভিলনে।
তুমি আছো তাই বর্ণমালা নিমেষে প্রেমের কাব্য
তুমি আছো তাই সন্যাসি ভাবে এবার যে ঘর বাঁধবো।
তুমি আছো তাই আমার কবিতায় আজো বিপ্লবী ছন্দ
তুমি আছো তাই মোল্লা-বামুন ভুলে যায় সব দ্বন্দ্ব।
তুমি আছো তাই বসন্তরা আজো নতুনের সুর তোলে
তুমি আছো তাই এখানেই থামি আবার লিখবো বলে।
১।http://www.bangla-kobita.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%20%E0%A6%86%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B2%20%E0%A6%B9%E0%A6%95/post20141010071906/
২।http://www.bangla-kobita.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%20%E0%A6%86%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B2%20%E0%A6%B9%E0%A6%95/post20140817030023/
http://www.bangla-kobita.com/apondeyopu/post20140929051505/
http://www.bangla-kobita.com/azadul/poem20121119051556/
http://www.bangla-kobita.com/azadul/poem20130716024719/
১৯/১০/২০১৪- চতুর দশপদী
১৮/১০/২০১৪- ছেলেটা এবং মেয়েটা
১৫/২০/২০১৪- দুরত্ব
লিংক বুঝতে পারিনি,
শঙ্কর দেবনাথ
আমি তোমাকে ভালবাসি
- মোঃ আবদুল করিম
কবিতার ভাষায় বলবো নাকি ?
গল্প গানে উপন্যাসের ভাষায় বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
ভোরের ডাকা পাখির মতো করে নাকি ?
রাতের নিস্থেজ শব্দের মতো করে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
কোকিলার সুরে বলবো নাকি ?
ময়না,টিয়া,বউ কথা কও সুরে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
বৃষ্টির ছন্দে বলবো নাকি ?
নদী,সাগর,ঝর্ণার ছন্দে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
গোলাপের মতো চুলের খোপায় মিশে নাকি ?
জুঁই,চামেলি,রজনীগন্ধ্যায় মিশে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
আকাশের সাথে রংধনুর রঙে জড়িয়ে নাকি ?
দুষ্টতায় দক্ষিণা বাতাসের সাথে জড়িয়ে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
লবনের মতো করে জড়িয়ে নাকি ?
মিষ্টি,চিনি,মধুর সাথে জড়িয়ে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
আদরের সাথে উষ্ণতা জড়িয়ে নাকি ?
মায়া,মমতা,দরদের সাথে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
তবে কি ?
আমি আমার মতো করে নাকি ?
ইতিহাস,ভবিষ্যৎ,বর্তমান এর মতো করে বলবো
বলো প্রিয়তমা-আমি তোমাকে ভালবাসি ।
একটি গাছ একটি প্রাণ
একটি গাছ একটি প্রাণ,
পড়েছি প্রতি জনে ।
গাছ লাগিয়ে তা প্রমান,
ক’রে কত জনে ।
প্রতি জন্মদিনে যদি
গাছ লাগাও তুমি ।
মায়ের মতো খুশি হবে
মোদের জন্ম ভুমি ।
জন্ম দিনে এই উপহার
করো যদি দান ।
পৃথিবি হবে মোদের কাছে
স্বর্গের সমান ।
জনে জনে গাছ লাগাও
করো বনের সৃজন ।
গাছ ছাড়া এ জগতে কেহ,
নহে প্রিয় জন ।
এরা দেবে নব জন্ম
মোদের, দেবে নব প্রাণ ।
দেবে আলো দেবে বায়ু
মোদের করবে পরিত্রাণ ।
1. http://www.bangla-kobita.com/odriarif/
http://www.bangla-kobita.com/odriarif/post20140721071225/
2. http://www.bangla-kobita.com/odriarif/
http://www.bangla-kobita.com/odriarif/post20140805071652/
1.http://www.bangla kobita.com/
post20140604123702/
2.http://www.bangla kobita.com/
post20140925071254/
কবিতায় সাধু ভাষা ভাষায় হলে কি কোন সমস্যা হবে ? সম্মানীত এডমিন ?
মা এখন
- মহ:মনিরুজ্জামান
সেদিন দেখিনু চলতি পথের ধারে
পডে আছে মা , শিশু কাঁদে অনাহারে
ক্ষীণকায় মা চেয়ে আছে কাঙাল নয়নে
দিতে নারে দুধ , বল ধরেনা পরাণে
ক্ষুধায় কাতর শিশু -মাঙে মায়ের দুধু
মা'র মাশ খেয়েছে 'শকুন সকলে' আছে হাড় শুধু
বেদনার স্বরে মা ডাকে -আয় বাছা ধন
বাঁধি তোকে ঘাডে.,চল খুঁজি উচ্ছিস্ট এখন
তুই অভাবে অভাবী আমার , আমি কাঙালী মা
হ'লে হ'লে বড. হ , বিচার চাহিস করিস না ক্ষমা
১।
১। http://www.bangla-kobita.com/1488/golap/
২। http://www.bangla-kobita.com/1488/shuktara/
ami calcutta book fair e bangladesh stal e sathe jukto achi ... boi ti calcutta book fair e asle valo lagbe ...
আমার লিংক ঃ
ইতি পূর্বে পি. ডি. এফ. বইয়ের জন্য কবিতা জমা নেওয়া হয়েছিল এবং বাছাই প্রক্রিয়াও সমাপ্ত। অপেক্ষায় আছি বইটি ডাউনলোড করায়, একটি প্রতিযোগিতার ও আয়োজন করা হয়েছিল। এবার ২১শে বই মেলাকে সামনে রেখে আরো একটি মহৎ উদ্যোগ গ্রহন করা হয়েছে জেনে খুবই ভাল লাগছে। আমি মনে করি এই সব কার্যক্রম আমাদের তথা সকল কবিকে উৎসাহ, অনুপ্রেরণা যোগায়। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। নিচে আমার কবিতার লিংক দুটি পোষ্ট করলাম।
1. http://www.bangla-kobita.com/shimul10/post20141017012052/
2. http://www.bangla-kobita.com/shimul10/post20140907042302/
অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় এডমিন সহ কবিতার আসরকে।
কবিতার আসরের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় -
শিমুল দত্ত।
http://www.bangla-kobita.com/asifshahriar/poem20130516012329/
http://www.bangla-kobita.com/asifshahriar/poem20130626121630/
প্রিয় এডমিন, একজন কবি যদি কবিতার ক্ষেত্রে পেন নেম ব্যবহার করেন, এক্ষেত্রে কি কোন সমস্যা আছে? নাকি কবিতার আসরে যে নামে একজন কবি তার কবিতা সাবমিট করেন, সেই নাম ব্যবহার করতে হবে? দয়া করে বিস্তারিত জানালে খুব উপকৃত হতাম।
ধন্যবাদ ।
http://www.bangla-kobita.com/mimonir/poem20140311082416/
http://www.bangla-kobita.com/mimonir/poem20131107073839/
আবার বাছাই । উদ্যোগ ভালই । থাকব না ধরেই কবিতা জমা দিচ্ছি । সবাই ভাল থাকবেন ।
http://www.bangla-kobita.com/rajan/post20140706094237/
http://www.bangla-kobita.com/rajan/post20141014070434/
মাননীয় এডমিন,
দুটি কবিতার লিঙ্ক একত্রে দিতে হবে,নাকি আলাদা দেয়া যাবে?
আসরে প্রকাশের দিন তাৎক্ষণিক লিঙ্ক পাঠানো যাবে কিনা?
জানিয়ে বাধিত করিবেন।
আসরের সার্বিক সফলতা কামনা করি। আপনাদের জন্য শুভকামনা।
http://www.bangla-kobita.com/mtareq/post20140924041952/
http://www.bangla-kobita.com/mtareq/post20140908025603/
http://www.bangla-kobita.com/atanudatta/post20141008010156/
http://www.bangla-kobita.com/atanudatta/post20140911033158/
http://www.bangla-kobita.com/skm1958/ poem20140416115951/
http://www.bangla-kobita.com/skm1958/ post20140702040428/
১। http://www.bangla-kobita.com/chandrasekhar/post20140711030900/
২।http://www.bangla-kobita.com/chandrasekhar/post20140722122638/
http://www.bangla-kobita.com/bhowmicr/poem20131108024621/
http://www.bangla-kobita.com/bhowmicr/post20141018062953/
http://www.bangla-kobita.com/suchithara/poem20130813112910/
http://www.bangla-kobita.com/suchithara/poem20130812112237/
১. http://www.bangla-kobita.com/kobitabilash/poem20130312105636/
২. http://www.bangla-kobita.com/kobitabilash/poem20121121125732/
× উদাসকবি×
http://www.bangla-kobita.com/chanchalkumar/post20141018101251/
১। http://www.bangla-kobita.com/01917168655/poem20131121011138/
২। http://www.bangla-kobita.com/01917168655/poem20130706081430/
১। http://www.bangla-kobita.com/subir/poem20130806022757/
২।http://www.bangla-kobita.com/subir/post20140520095012/
http://www.bangla-kobita.com/sritarun/post20141018074857/
http://www.bangla-kobita.com/sahidulhaque/post20140515054939/
http://www.bangla-kobita.com/mahbub/poem20130819013405/
http://www.bangla-kobita.com/mahbub/poem20130409024607/
http://www.bangla-kobita.com/sahidulhaque/poem20131125115409/
বরষার আয়োজনের পিডিএফ বইটা কই?
এ উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ,তবে ভালোভাবে খেয়াল রাখবেন কবিতা নির্বাচনের সময় যেন কোন পক্ষপাত না ঘটে, মেধার যথাযোগ্য মূল্যায়ন হয়।
http://www.bangla-kobita.com/shanukobi/post20140929010255/
http://www.bangla-kobita.com/parthashaha/post20141009030901/
http://www.bangla-kobita.com/parthashaha/post20140919025825/
নকল নামে যারা
ধরা খেলেন তারা
আমিও এক নরাধম
এদর মধ্যে অন্যতম ।
http://www.bangla-kobita.com/somdatta86/post20140829045520/
http://www.bangla-kobita.com/somdatta86/post20140911014923/
http://www.bangla-kobita.com/mir/post20141015020248/
'ভালোবাসা' ও 'বিরহ' আর 'আনন্দ আর 'বেদনা' নিবিড় সম্পর্ক যুক্ত। যেখানে 'ভালোবাস' আর তার 'আনন্দ' আছে; সেখানেই 'বিরহ' ও 'বেদনা' লুকায়িত থাকে।
বিরহহীন ভালোবাসা নিমুক ছাড়া তরকারীর মতোন। পৃথিবীর শ্রেষ্ট কবিতাগুলো বিরহের তথা বেদনার। আমি মাননীয় এডমিনকে অনুরোধ করবো 'ভালোবাসার কবিতা' না বলে 'ভালোবাসা সম্পর্কিত' { তা ভালোবাসার ধনাত্মক (Positive) বা ঋণাত্মক (Negative) যা-ই হোক না কেনো} কবিতা বলাই বোধ হয় শ্রেয় হবে।
আমার ধারনায়, প্রেম বিরহ বা দুঃখবোধ যতটুকু কাব্য-আবেদন সৃষ্টি করতে সক্ষম হয়, প্রেমাকুতি বা প্রেমোচ্ছ্বাস ততটুকু নয়।
আমি অাসরের অনেকের মনের কথা তুলে আনতে পেরেছি কি না, জানিনা; তবে, আমার বিশ্বাসকে তুলে দিলেম। আমা-কর্তৃক এ আসরের 'মানব প্রেম বিষয়ক' কবিতার বেশির ভাগই বিরহের কবিতা বলে প্রতীয়মান হয়েছে।
প্রিয় এডমিনকে এ ব্যপারে একটু ভাবার জন্য জন্য সবিশেষ অনুরোধ জ্ঞাপন করছি।
ভালো থাকুন সবাই।
দারুন প্রয়াস ।।
এডমিনকে ধন্যবাদ ।
কবিতা জমা দেওয়ার আগে এডমিনকে একটা প্রশ্ন, আমরা যারা এপার বাংলায় থাকি অর্থাৎ পশ্চিমবঙ্গে, তারা কি ডাকযোগে যথাযথ মুল্যের বিনিময়ে বইখানি পেতে পারি? এই রকম কোন সুযোগ থাকবে কি?
নিভৃতে কোন এক অবেলাতে
- টি আই রাজন
চোখে চোখে কথা হলো কিছুক্ষণ
কথায় কথায় ভেসে যাবো কিছুদিন,
এভাবে কেটে যদি যায় দিন
ভালবাসা জেনো হবে একদিন।
নিশ্চুপ নিরবে বসে দুজনাতে
কথার মালাগাথা এই জোছনা রাতে;
জানি তুমি বলবে আমায়
তোমার না বলা কথা,
বেধে যাবো সুর আমি
ভুলে গিয়ে সব ব্যথা।
স্বপ্ন দেখি এই অবেলাতে
পাশাপাশি হেটে যাওয়া দূর অজানাতে,
হবে কি তুমি সঙ্গী আমার
সাথী করে ঐ দূরের পাহাড়
জানি তুমি ফিরবে কাছে
নিরবে নিভৃতে কোন এক অবেলাতে।
http://www.bangla-kobita.com/ruhulart/post20140904114705/
http://www.bangla-kobita.com/ruhulart/post20140919121721/
http://www.bangla-kobita.com/prottoy/post20140520100941/
এবং
http://www.bangla-kobita.com/prottoy/post20140907053635/
ধন্যবাদ
অনেক ধন্যবাদ এডমিনকে এ ধরনের একটা চমত্কার উদ্যোগ নেয়ার জন্য। কোন কবিতাগুলো প্রকাশের জন্য বাছাই হলো, তা কি এই পেজে জানা যাবে?
১/ http://www.bangla-kobita.com/sarkarbabu/poem20131004045211/
২/ http://www.bangla-kobita.com/sarkarbabu/poem20131020123032/
প্রিয় এডমিন, আন্তরিক ভালবাসা নিবেন। এমন সুন্দর উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ এবং উদ্যোগ সফল হোক সেই কামনা করি। স্ববান্ধবে বই মেলাই বই কিনতে আসবো আশা রাখছি।
ভালো উদ্যোগ । জেনে অনেক ভালো লাগলো ।
উদ্যোগ সফল হোক কমনা করি ' তবে ব্যাথা বেদনা ছাডা আমার কবিতা নেয় যে বিচারের জন্য পাঠাই
চমৎকার উদ্যোগ ------ শুভ কামনা অশেষ ।।
প্রিয় এডমিন,
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।আমি বেশ কিছুদিন এই আসরে অনুপস্থিত ছিলাম,সেই কারণে অনুরোধ ভালবাসার কবিতার লিঙ্কটি পুনরায় জানালে কবিতা জমা দিতে পারবো,শেষ তারিখও জানাবেন।ভাল থাকবেন।
সাধুবাদ জানাই
এই বিজ্ঞপ্তিটা আমার কাছে একই সাথে আনন্দের ও বিষাদের! কবিতার বই বেরুবে - তাও আবার প্রেমের কবিতার সংকলন - আনন্দের। অন্যদিকে, আহা, যদি আরো আগে থেকে এ আসরে নিয়মিত থাকতাম তাহলে হয়তো একটা না একটা ভালোবাসার কবিতা লিখে ফেলতাম!
তবে, ভালোটাই বেশি লাগছে - বাংলা কবিতার আসর থেকে ভালোবাসার কবিতার সংকলন বেরুচ্ছে!
কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা!
বেশ ভালো উদ্যেগ , সম্মানীত এডমিন কে স্বাগত জানাই । এমন একটি ভালো উদ্যেগের অপেক্ষায় ছিলাম -